নুরুল হক নুর
নুরুল হক নুর

গুলিস্তানে নেয়ার পর গামছা কিনে চোখ বাঁধা হয় আমাদের

গামছা কিনে চোখ – কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী তিন শিক্ষার্থীকে চোখ বেঁধে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। সোমবার ডিবি কার্যালয় থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে একথা জানান তারা।

বিকাল ৪ টার দিকে সংবাদ সম্মেলনে ডিবি কার্যালয় থেকে ফিরে আসা পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, গুলিস্তানে নেয়ার পর গামছা কিনে চোখ বাঁধা হয়। মাথায় হেলমেট পড়ানো হয় আমাদের। এরপর ডিবি অফিসে নেয়া হয়। নুরুল হক নুরের সঙ্গে ছাড়া পাওয়া অপর দুই নেতা হচ্ছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক আহমদ। তারাও এসময় বক্তব্য রাখেন।

শেয়ার করুন: