গোলাপ

ত্বক ভালো রাখবে গোলাপজল!

ত্বক ভালো রাখতে কত কিছুই না করি আমরা। ত্বকে একটু ব্যতিক্রম কিছু চোখে পড়লেই কপালে চিন্তার ভাঁজ পড়ে। তাই বলে রূপচর্চা ছাড়লে তো চলবে না। বাড়িতে গোলাপজল রয়েছে নিশ্চয়ই!‌ বুঝেশুনে ব্যবহার করলেই হাতেনাতে ফল পাবেন। জেনে নিন গোলাপজলের উপকারিতা-

ত্বকের পি এইচ ব্যালেন্স করতে সাহায্য করে গোলাপজল। মুখ ধোয়ার পর তুলায় ভিজিয়ে মুখে লাগিয়ে রাখুন। এটি টোনারের কাজ করে। ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে গোলাপ জল। ১০–১৫টা তুলসী পাতা বেটে নিন। ২০০ মিলি গোলাপজল মিশিয়ে একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। দিনে একবার মুখে লাগান। ত্বকের আর্দ্রতা বজায় থাকবেই, ট্যানও দূর করে।

গোলাপজলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। কেটে ছিঁড়ে গেলে লাগাতে পারেন। এতে অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান রয়েছে। কোষ ভাল রাখে। শীতকালে ঠোঁট ফাটে?‌ একটি বিট নিয়ে ছোট ছোট টুকরো করুন।

কিছুদিন রোদে শুকিয়ে নিন। ভাল করে গুঁড়া করে এক চামচ গোলাপজল মেশান। ঠোঁটে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ঠোঁট নরম হবে। লিপস্টিকেরও দরকার হবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চারাইজার লাগান!‌ তার সঙ্গে দু’‌ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। ভাল ফল পাবেন।

শেয়ার করুন: