বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন: কুড়িগ্রাম-৪

১ম জাতীয় সংসদ ১৯৭৩ ৭ই মার্চ:
বিজয়ী: সাদাকাত হোসেন ছক্কু মিয়া (আ: লীগ)
চীলমারী থানা আ:লীগ সভাপতি ও চিলমারী হাইস্কুলের প্রধান শিক্ষক এবং বঙ্গবন্ধুর সহপাঠী।
প্রতিদ্বন্দী:১.আজিজুল হক সরকার (ন্যাপ)
রৌমারী সি জি জামান হাইস্কুলের প্রধান শিক্ষক।

২য় জাতীয় সংসদ ১৯৭৯:
বিজয়ী:কুড়িগ্রাম কলেজের তরুণ অধ্যাপক, মাদারটিলা নিবাসী সিরাজুল হক (ইসলামীক ডেমোক্রেটিক লীগ)।
পরর্বতীতে রৌমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হন।
প্রতিদ্বন্দী:১. গোলাম হোসেন(বি এন পি)
২.সাদাকাত হোসেন ছক্কু মিয়া (আ: লীগ/মালেক গ্রুপ)
৩.নুরুল ইসলাম পাপু মিয়া (আ: লীগ/মিজান গ্রুপ)

৩য় জাতীয় সংসদ ১৯৮৬ ৭ই মে:
বিজয়ী: সাবেক তহশীলদার নাজিমউদ্দৌলা(নির্দলীয়)
১৯৮৪তে চিলমারীতে উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী।
প্রতিদ্বন্দী:১. খন্জমারা নিবাসী লে: কর্ণেল আ: সবুর মন্ডল(জাতীয় পার্টী)।
২. শেখ আ: করিম (আ: লীগ)।৩নং বন্দবেড় ইউপি চেয়ারম্যান
৩.সাবেক সাংসদ সিরাজুল হক(জামাত)
৪. নুরুল ইসলাম পাপু মিয়া (নির্দলীয়)
৫.মতিউর রহমান(নির্দলীয়)। ৫নং যাদুরচর ইউপির তিন মেয়াদের সাবেক চেয়ারম্যান,যাদুরচর হাইস্কুলের শিক্ষক,,ইংরেজী ভাষার পন্ডিত ও রৌমারী থানা আ: লীগ নেতা।
৬.মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (জাসদ/রব)।চিলমারী নিবাসী।

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৮ ৩রা মার্চ:
বিজয়ী: সাবেক সাংসদ নাজীমউদ্দৌলা (জতিীয় পার্টী)
প্রতিদ্বন্দী:১.যাদুরচর নতুনগ্রামের তরুন নজরুল ইসলাম (জাসদ/রব)
২. রাজীবপুরের চরনেওয়াজীর তরুন আ: আওয়াল(ফ্রিডোম পার্টী)
বি:দ্র: আ:লীগ, বিএনপি. ও জামাত এই নির্বাচন বয়কট করে।

উপনির্বাচন: (সাংসদ নাজীমউদ্দৌলার মৃত্যু)
বিজয়ী: সাবেক সাব-রেজীষ্ট্রার রোকোনউদ্দৌলা(জাতীয় পার্টী)।
প্রেসিডেন্ট এরশাদের খালাতো তালতো ভাই।
প্রতিদ্বন্দী:১ নুরুল ইসলাম পাপু মিয়া (নির্দলীয়)
বি:দ্র: এবারও আ:লীগ, বিএনপি. ও জামাত এই নির্বাচন বয়কট করে।

৫ম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯১ ২৭শে ফেব্রুয়ারী
বিজয়ী: গোলাম হোসেন (জাতীয় পার্টী)
৮৪ তে রৌমারী উপজেলা চেয়ারম্যান । ৭৯ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ।
প্রতিদ্বন্দী:১. আজিজুল হক সরকার (আ:লীগ)।৭৩ এ ন্যাপ প্রার্থী ।
২.আজিজুর রহমান (বিএনপি)।৫নং যাদুরচর ইউপি চেয়ারম্যান।
৩.সিরাজুল হক (জামাতে ইসলাম)।৭৯ এর সাবেক সাংসদ ।
৪.নুরুল ইসলাম (ঐক্য প্রক্রিয়া)।রাজিবপুরের একক প্রার্থী ।

৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯৬ (বিএনপি সরকারের অধীনে)
বিজয়ী: আব্দুল বারী সরকার (বিএনপি)
চিলমারী থানা বিএনপির সভপতি।
৭ম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯৬(তত্তবধায়ক সরকারের অধীনে)
বিজয়ী: সাবেক সাংসদ গোলাম হোসেন (জাতীয় পার্টী)
প্রতিদ্বন্দী:১. আ:বারী সরকার (বিএনপি)
২.শ্ওকত আলী বীরবিক্রম (আ:লীগ)

৮ম জাতীয় সংসদ নির্বাচন: ২০০১(তত্তবধায়ক সরকারের অধীনে)
বিজয়ী:গোলাম হাবীব দুলাল (জাতীয় পার্টী)
চিলমারী নিবাসী সাবেক প্রধান বণ সংরক্ষক । জাতীয় পার্টীর প্রেসিডিয়াম সদস্য ।জাতীয় স্বেচ্ছাসেবকপার্টীর সভাপতি ।
প্রতিদ্বন্দী:১.রাজীবপুরের আ:লতিফ মাষ্টার (জামায়াত/চারদলীযেঐক্যজোট)
২.সাবেক সাংসদ গোলাম হোসেন (জেপি)
৩. শ্ওকত আলী বীরবিক্রম (আ:লীগ)
৪.জেলা বাসদ নেতা আবুল বাসার মন্জুর(বাসদ)।

৯ম জাতীয় সংসদ নির্বাচন:২০০৮ (তত্তবধায়ক সরকারের অধীনে)
বিজয়ী: জাকির হোসেন (আ:লীগ)।
রৌমারী থানা আ: লীগের সাবেক সাধারন সম্পাদক, ৯১ এর মনোনয়ন প্রত্যাশী।
প্রতিদ্বন্দী:১. সদ্য সাবেক সাংসদ.গোলাম হাবিব দুলাল(জাতীয় পার্টী)
২.চিলমারীর থানা জামায়াতের আমীর অধ্যাপক মুকুল (চারদলীয় ঐক্যজোট/জামাত)।
৩. আর এস ডি এ এর সাবেক পরিচালক ইমান আলী (নিদর্লীয়)।
৪.জেলা ছাত্রফ্রন্ট নেতা মহির উদ্দিন মহি (বাসদ)

শেয়ার করুন: