প্রবাস

বাংলাদেশকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ৫০ ওভারে ২৮৬/৫

ঝড়ো ব্যাটিংয়ে উইলিয়ামস-মুর জুটিতে ফিফটি

দৃঢ় ভিত দারুণভাবে কাজে লাগাচ্ছেন শন উইলিয়ামস ও পিটার মুর। পঞ্চম উইকেটে গড়েছেন পঞ্চাশ রানের জুটি। এ নিয়ে টানা তিনটি উইকেটে পঞ্চাশ ছোঁয়া জুটি পেল জিম্বাবুয়ে।

৩৩ বলে আসে উইলিয়ামস-মুর জুটির পঞ্চাশ। দুই ব্যাটসম্যান ডট বল খেলছেন কম। প্রান্ত বদল করে খেলার সঙ্গে চার-ছক্কা হাঁকিয়ে এগোচ্ছেন দ্রুত।

৪৮ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২৭৯/৪। উইলিয়ামস ১২৬ ও মুর ২৫ রানে ব্যাট করছেন।

উইলিয়ামসের সেঞ্চুরি

প্রথম ম্যাচে শেষ বলে ছুঁয়েছিলেন ফিফটি। দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন ৪৭ রান। এবার শন উইলিয়ামস খেললেন বড় ইনিংস। তুলে নিলেন সেঞ্চুরি। সিরিজে এটাই জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।

মোহাম্মদ সাইফ উদ্দিনের বলে সিঙ্গেল নিয়ে ১২৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেন উইলিয়ামস। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৭টি চার।

বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের আগের সেঞ্চুরি ছিল আফগানিস্তানের বিপক্ষে। ২০১৫ সালে খেলেছিলেন ১০২ রানের ইনিংস।

৪৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২৩৮/৪। উইলিয়ামস ১০৫ ও পিটার মুর ৬ রানে ব্যাট করছেন।

রাজাকে ফেরালেন নাজমুল

নাজমুল ইসলাম অপুর বাজে বলে উইকেট দিয়ে ফিরলেন সিকান্দার রাজা। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের বিদায়ে ভাঙল ৮৪ রানের জুটি।

বাঁহাতি স্পিনার নাজমুলের ফুলটস লং অন দিয়ে ছক্কায় উড়াতে চেয়েছিলেন রাজা। টাইমিং করতে পারেননি, সীমানায় ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। ৫১ বলে দুই চার ও এক ছক্কায় ৪০ রান করেন রাজা।

৪৩ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২২৬/৪। উইলিয়ামস ৯৮ ও পিটার মুর ২ রানে ব্যাট করছেন।

৩৮ ওভারে জিম্বাবুয়ের দুইশ

পঞ্চদশ ওভারে পঞ্চাশ ছুঁয়েছিল দলের রান। জিম্বাবুয়ের সংগ্রহ একশ স্পর্শ করেছিল ২১তম ওভারে। অতিথিদের রান দুইশ হল ৩৮তম ওভারে। মন্থর শুরু করা জিম্বাবুয়ে বাড়াচ্ছে রানের গতি।

জিম্বাবুয়ের পরের একশ এসেছে ঠিক ১৭ ওভারে।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৫ রানের ইনিংস খেলে ফিরে যান ব্রেন্ডন টেইলর। তারপর থেকে দলকে এগিয়ে নিচ্ছেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। দুই জন এরই মধ্যে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।

৩৯ ওভার শেষে জিম্বাবুয়ের রান ২০৬/৩। উইলিয়ামস ৮৮ ও রাজা ৩২ রানে ব্যাট করছেন।

উইলিয়ামস-রাজা জুটিতে ফিফটি

তৃতীয় উইকেটে ব্রেন্ডন টেইলরের সঙ্গে শতরানের জুটি উপহার দেওয়া শন উইলিয়ামস চতুর্থ উইকেটে সিকান্দার রাজার সঙ্গে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।

মাশরাফি বিন মুর্তজাকে বাউন্ডারি হাঁকিয়ে ৫৮ বলে জুটির রান পঞ্চাশে নিয়ে যান উইলিয়ামস। জুটিতে অগ্রণী এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানই।

৩৭ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১৯৬/৩। উইলিয়ামস ৮৪ ও রাজা ২৬ রানে ব্যাট করছেন।

টেইলরকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন নাজমুল

বাজে এক শটে শেষ হল ব্রেন্ডন টেইলরের দারুণ ইনিংস। দ্রুত এগোনো ১৩২ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙেছেন নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশের পাতা ফাঁদে পা দেন টেইলর। লং অন ফাঁকা রেখে ফুল লেংথের বলে সেদিক দিয়ে লফটেড শট খেলতে তাকে প্রলুব্ধ করেন নাজমুল। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বেশ বাইরের বল স্লগ সুইপ করে সেই ঝুঁকি নিলেন টেইলর। কাল হল সেটাই, ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যাওয়া সহজ ক্যাচ গ্লাভসে জমান মুশফিকুর রহিম।

৭২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করে ফিরেন টেইলর। তার বিদায়ের পর ক্রিজে এসে প্রথম বলেই ছক্কায় উড়ান সিকান্দার রাজা।

২৭ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১৪৪/৩। শন উইলিয়ামস ৫২ রাজা ৬ রানে ব্যাট করছেন।

সিরিজে উইলিয়ামসের দ্বিতীয় ফিফটি

প্রথম ম্যাচে অপরাজিত ফিফটি করা শন উইলিয়ামস দ্বিতীয় ওয়ানডেতে ফিরেন ৪৭ রানে। তৃতীয় ওয়ানডেতে আবার ফিফটি করেছেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশের বিপক্ষে নিজের দশম ফিফটিতে পৌঁছান উইলিয়ামস। এই সময়ে তার ব্যাট থেকে আসে চারটি বাউন্ডারি।

২৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১২৯/২। ব্রেন্ডন টেইলর ৬৮ ও উইলিয়ামস ৫০ রানে ব্যাট করছেন।

জিম্বাবুয়ের একশ

সময় গড়ানোর সঙ্গে বাড়ছে জিম্বাবুয়ের রানের গতি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে পথ দেখাচ্ছেন ব্রেন্ডন টেইলর। সতর্ক ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন শন উইলিয়ামস। দুই জনের ব্যাটে ২১ তম ওভারে তিন অঙ্কে গেছে জিম্বাবুয়ের সংগ্রহ।

১৪.৩ ওভারে পঞ্চাশ ছুঁয়েছিল অতিথিদের রান। একশ এসেছে ২১তম ওভারের শেষ বলে।

২১ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১০১/২। টেইলর ৫৫ ও উইলিয়ামস ৩৯ রানে ব্যাট করছেন।

দাপুটে ব্যাটিংয়ে টেইলরের ফিফটি

টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ব্রেন্ডন টেইলর। চার-ছক্কায় জিম্বাবুয়েকে দ্রুত এগিয়ে নিচ্ছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

৪৯ বলে পঞ্চাশ রানে পৌঁছান টেইলর। এই সময়ে তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দুটি ছক্কা। দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটসম্যান করেছিলেন ৭৫ রান।

২০ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৯৩/২। টেইলর ৫৪ ও শন উইলিয়ামস ৩২ রানে ব্যাট করছেন।

টেইলর-উইলিয়ামস জুটিতে পঞ্চাশ

ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামসের ব্যাটে প্রতিরোধ গড়েছে জিম্বাবুয়ে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।

আরিফুল হকের বলে টেইলরের বাউন্ডারিতে ৭৪ বলে পঞ্চাশ স্পর্শ করে জুটির রান।

১৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৫৯/২। টেইলর ২৬ ও উইলিয়ামস ২৭ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লেতে জিম্বাবুয়ের ২ উইকেট

দ্রুত দুই ওপেনারকে হারানো জিম্বাবুয়ে প্রতিরোধ গড়েছে ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামসের ব্যাটে। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান টানছেন অতিথিদের।

১০ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৩৫/২। টেইলর ১৪ ও উইলিয়ামস ১৫ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লেতে প্রথম ৫ ওভারে রানের জন্য সংগ্রাম করেছে জিম্বাবুয়ে। এই সময়ে হারিয়েছে সিফাস জুয়াও ও হ্যামিল্টন মাসাকাদজার উইকেট। পরের ৫ ওভারে হারায়নি কোনো উইকেট, এই সময়ে রান এসেছে দ্রুত।

৫ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল ৭। পরের ৫ ওভারে তারা সংগ্রহ করে ২৮ রান।

টানা ২২ ডট বল

মোহাম্মদ সাইফ উদ্দিন ও আবু হায়দারের আঁটসাঁট বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম ওভারের পর থেকে টানা ২২ বলে কোনো রান নিতে পারেনি অতিথিরা।

সাইফের করা ম্যাচের দ্বিতীয় ওভার ছিল উইকেট-মেডেন। পরের ওভারটি উইকেট-মেডেন নেন আবু হায়দার।

প্রথম ওভারের শেষ বলে লেগ বাইয়ে বাউন্ডারি পাওয়া জিম্বাবুয়ে পরের রান পায় পঞ্চম ওভারের পঞ্চম বলে। আবু হায়দারের বলে সিঙ্গেল নেন শন উইলিয়ামস।

৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৭/২। ক্রিজে ব্রেন্ডন টেইলরের সঙ্গে উইলিয়ামস।

মাসাকাদজা ব্যর্থ আবার
একাদশে ফেরার ম্যাচে দ্রুতই সাফল্যের দেখা পেলেন আবু হায়দার। ফিরিয়ে দিলেন হ্যামিল্টন মাসাকাদজাকে।

আগের উইকেটের মতো এটিতেও অবশ্য দায় ব্যাটসম্যানদের। বেরিয়ে যেতে থাকা লেংথ বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন মাসাকাদজা। টাইমিং হয়নি ঠিকমতো। ব্যাটে লেগে বল এসেছে স্টাম্পে।

ব্যর্থতার ধারা ধরে রেখে জিম্বাবুয়ে অধিনায়ক এবার ফিরলেন ২ রানে। তৃতীয় ওভার শেষে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৬।

শুরুতেই সাইফ উদ্দিনের সাফল্য
আগের ম্যাচে লেগেছিল পাঁচ বল। এবার তৃতীয় বলেই মোহাম্মদ সাইফ উদ্দিন পেলেন প্রথম সাফল্য। ফিরিয়ে দিলেন সিফাস জুয়াওকে।

আগের ম্যাচে পঞ্চম ওভারে বোলিংয়ে এলেও এ দিন সাইফ পেয়েছেন নতুন বল। আক্রমণে এসেছেন ম্যাচের দ্বিতীয় ওভারে। উইকেট নিয়েছেন নিজের তৃতীয় বলে। স্টাম্প সোজা লেংথ বল জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড জুয়াও।

বিপজ্জনক জুয়াও ফিরলেন শূন্য রানে। জিম্বাবুয়ে ১ উইকেটে ৬।

জিম্বাবুয়ে দলে দুই পরিবর্তন

টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো জিম্বাবুয়ে দলে এনেছে দুটি পরিবর্তন। দলে এসেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগাভারা। বাদ পড়েছেন পেসার টেন্ডাই চাটারা ও ব্র্যান্ডন মাভুটা।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।

আরিফুলের অভিষেক, দলে তিন পরিবর্তন

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ একাদশে এনেছে তিনটি পরিবর্তন। অভিষেক হচ্ছে অলরাউন্ডার আরিফুল হকের। দলে ফিরেছেন বাঁহাতি পেসার আবু হায়দার ও বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।

বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজকে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে মাহমুদ রাব্বি জায়গা হারিয়েছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা তৃতীয় ম্যাচে টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে আবার ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।
টানা তৃতীয় ম্যাচে টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে আবার ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যাই হোক জয় দিয়ে সিরিজ শেষ করতে চান তিনি।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে শুক্রবার বেলা আড়াইটায়।

২০০৬ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশড করে বাংলাদেশ। সেবার দেশের মাটিতে তারা জেতে ৫-০ ব্যবধানে। ২০১৪ সালে ঘরের মাঠে আবার একই ব্যবধানে জেতে বাংলাদেশ।

২০১৫ সালে আবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশড করে মাশরাফি বিন মুর্তজার দল। এবার জেতে ৩-০ ব্যবধানে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৬ অক্টোবর ২০১৮, ৬:০৯ অপরাহ্ণ ৬:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ