প্রবাস

পাকিস্তানকে হারিয়ে সাফ জিতল বাংলাদেশ

জল্পনা-কল্পনা ছিল ফাইনালে ক্ষুদে তারকারা কেমন করে তা নিয়ে। কিন্তু সবকিছুর অবসান ঘটিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্বিপয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ। টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে উল্লাসে মাতে বাংলাদেশের কিশোররা।

এদিন নেপালের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
অনূর্ধ্ব-১৫ দলের বাংলাদেশের হয়ে এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য সাফ অনূর্ধ্ব-১৬ নামে হয়েছিল এই টুর্নামেন্টটি।

এরপর ২০১৭ সালে দ্বিতীয় আসরে নেপালের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল। এক বছর পর আবারো দেশের জন্য শিরোপা অর্জন করল বাংলার দামাল ছেলেরা।

ফাইনালের মূল নায়ক ছিলেন গোলরক্ষক মেহেদী হাসান। সেমির মত আজও তিনি দারুণ দক্ষতায় তিন-তিনটি শট ফিরিয়ে দিয়েছেন। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মূল গোলরক্ষক মিতুলকে উঠিয়ে মেহেদীকে মাঠে নামান কোচ। আর সেই সিদ্ধান্ত কাজে দিয়েছে বেশ।

এর আগে বাংলাদেশ ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায়। কিন্তু ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরায় পাকিস্তান। সেই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে ৩-২ গোলের জয় নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে কিশোর সেনারা।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩ নভেম্বর ২০১৮, ৬:৩৯ অপরাহ্ণ ৬:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ