প্রবাস

চট্টগ্রামে মাশরাফির শেষ ওয়ানডে আজ!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম দুই ওয়ানডে জিতে নেয়ায় তৃতীয় ম্যাচটি মূলত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে৷ তবে সবকিছু ছাপিয়ে বড় প্রশ্ন, চট্টগ্রামের মাঠে কি শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছেন মাশরাফি?

সামনের বছরেই বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপের পরেই হয়তো অবসর ঘোষনা করতে পারেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। সেই হিসেবে বর্তমান এফটিপি অনুযায়ী, বিশ্বকাপের আগে চট্টগ্রামের মাঠে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। তাই, বাংলাদেশের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে আর চট্টগ্রামে নামা হচ্ছে না দেশের সেরা অধিনায়কের।

বাংলাদেশের পরের সিরিজে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হবে ঢাকা এবং সিলেটে। বর্তমান সূচী অনুযায়ী ১৪ ডিসেম্বর সিলেটে বাংলাদেশের মাটিতে শেষ ওয়ানডে খেলে ফেলতে পারেন মাশরাফি।

প্রসঙ্গত, বিশ্বকাপের পর প্রথম হোম সিরিজ অক্টোবর মাসে। অস্ট্রেলিয়া আসবে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে। অস্ট্রেলিয়ার বিদায়ের পরপর আফগানিস্তান আসবে ১ টেস্ট আর ২ টি-টুয়েন্টি খেলতে। তারপর ভারত, শ্রীলংকা এবং আরব আমিরাত (পাকিস্তন সিরিজ) সফরে যাবে বাংলাদেশ।

হোম সিরিজে ফিরবে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে জিম্বাবুয়ে আসবে ১ টেস্ট আর রেকর্ড ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে। তারপর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তারপর শ্রীলংকা সফর।

তারপর নিউজিল্যান্ডের সাথে ২ টেস্টের হোম সিরিজ। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সফরে যাবে। তারপর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেখান থেকে ফিরে দেশের মাটিতে শ্রীলংকার সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সময়টা ডিসেম্বর ২০২০।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৬ অক্টোবর ২০১৮, ৬:১২ অপরাহ্ণ ৬:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ