প্রবাস

মাশরাফিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাপন!

ক্রিকেটার হিসেবে নয় অধিনায়ক হিসেবেই জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের ইতিহাসের শ্রেষ্ঠ বোলার মাশরাফিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অথচ ১৯৯ ম্যাচ খেলে ২৫২ টি উইকেট রয়েছে এই অধিনায়কের ঝুলিতে।

মাশরাফি যে পারফর্মার সেটা প্রমাণের জন্য খুব বেশি দূরের ইতিহাস ঘাটতে হবে না। সর্বশেষ এশিয়া কাপে তাঁর দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং প্রশংসা কুড়িয়েছে।

সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে শোয়েব মালিকের যে অসাধারণ ক্যাচ নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন সেটা কারও ভুলে যাওয়ার কথা নয়। এশিয়া কাপে ৬ ম্যাচে নিয়েছিলেন মূল্যবান ৫ উইকেট। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচে ৭টি উইকেট ঝুলিতে ভরেন মাশরাফি।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের সিরিজ শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান পাপন মাশরাফির ভূয়সী প্রশংসা করলেন। কিন্তু সেখানে খেলোয়াড় মাশরাফির কথা বলতে গেলে ছিলই না।

পাপন বলেন, ‘ও কতদিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে।

ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাবও না মনে হয়। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে।‘

বিসিবি প্রধানের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় উঠেছে সমালোচনার ঝড়।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৫ নভেম্বর ২০১৮, ৫:৫১ অপরাহ্ণ ৫:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ