ক্যাটেগরীজ: স্বাস্থ্য

সিপিয়া হোমিওপ্যাথি: ব্যবহার, কার্যকারিতা এবং সতর্কতা

সিপিয়া/সেপিয়া (Sepia) খুসকির একটি ভালো ঔষধ বিশেষত যদি মাথার চামড়া ভেজাভেজা এবং ঘিয়ের মতো আঠালো হয়। সিপিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো তলপেটে বল বা চাকার মতো কিছু একটা আছে মনে হয়, রোগী তলপেটের অঙ্গ-প্রত্যঙ্গ পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এই ভয়ে দুই পা দিয়ে চেপে ধরে রাখে, সর্বদা শীতে কাঁপতে থাকে, দুধ সহ্য হয় না, ঘনঘন গর্ভপাত হয়, স্বামী-সন্তান-চাকরি-বাকরির প্রতি আকর্ষণ কমে যায়।

মাসিক বন্ধের চিকিৎসায় সিপিয়ার লক্ষণ হলো পেটের মধ্যে চাকা বা বলের মতো কিছু একটা আছে বলে অনুভূত হয়। শারীরিক দুর্বলতা থাকে প্রচুর এবং সংসারের প্রতি কোন আকর্ষণ থাকে না।

প্রতিশব্দ: সিপিয়া ভেরা, সিপিয়া সাক্কাস, ইংফি জুইস অব দি কাটল ফিস।

উৎস: কাটলফিস (Cuttlefish) নামক একপ্রকার সামুদ্রিক মাছ।

আবিষ্কারক: ডা. হ্যানিমান ।

ক্রিয়াস্থান: সিপিয়া প্রকৃত পক্ষে একটি গভীর কার্যকরী ঔষধ। স্ত্রীজননেন্দ্রিয়ের উপরই ইহার প্রধান ক্রিয়া দেখা যায়। যকৃতেও ক্রিয়া করে থাকে।

ধাতুগত লক্ষণ: এটি এন্টিসোরিকের মতো ঔষধ। স্ত্রীলোকদের পীড়াতে ব্যবহৃত হয়। যে কোন স্ত্রীলোকের উপর ও নীচ সমান (অর্থাৎ নিতম্ব মোটা কোমর সরু নয়, কপালে ও নাকে ঘোড়ার জিনের মত সাদা হলদে বা সাদা থাকে) শ্যামবর্ণ, সরল ও মুদু স্বভাব, কৃপণ ও অলস প্রকৃতির সুকমারী নারী। মহিলাদের উপর ভাল কাজ করে তাই স্ত্রীলোকদের ঔষধ বলা হয়ে থাকে।

মানসিক লক্ষণ:

১. উদাসীনতা, আপনজন- স্বামী, পুত্র ও কন্যা যাহাদের প্রতি আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত ভক্তি ও স্নেহপরায়ণতা ছিল, রোগ হওয়ার পর কোন ভক্তি ও স্নেহপরায়ণতা থাকেনা।

২. সামান্য কারণেই কাঁদা।

৩. মেজাজ খিটখিটে, সহজেই রেগে যাওয়া।

৪. একা থাকতে ভয় পাওয়া।

৫. রোগ লক্ষণ প্রকাশ করে কাঁদা।

৬. পূর্বে যাদের প্রতি ভালোবাসা ছিল তাদের প্রতিও তাচ্ছিল্য ভাব।

৭. কাজ-কর্মে অনিচ্ছা ও স্মরণ শক্তির হ্রাস।

৮. পরিশ্রমের কোন কাজে মন বসেনা, মনে প্রফুল্লতা থাকেনা।

চরিত্রগত লক্ষণ:

১. পেটে প্রসব বেদনার ন্যায় বেদনা, মনে হয় তলপেটের ভেতরের সব কিছু যেন যোনিপথ বের হয়ে আসবে। এজন্য পায়ের উপর পা দিয়ে বসে।

২. জরায়ু ও ডিম্বকোষদ্বয় অপরিপুষ্ট, অনেক সময় জরায়ুর স্থানচ্যুতিও লক্ষ্য করা যায়।

৩. স্থন দুগ্ধের মাত্রাস্বল্পতা, স্তন দুগ্ধের অভাব।

৪. সঙ্গ ইচ্ছার অভাব।

৫. সঙ্গমে যোনিতে বেদনা, ব্যথা ইউট্রাস থেকে নাভি পর্যন্ত অনুভব হওয়া।

৬. স্ত্রীজননেন্দ্রিয় পীড়া জনিত মাথা ধরা ও ব্যথা।

৭. জরায়ুর কাঠিন্য বা ব্যথা। যোনীর উপরিভাগে ফুসকুড়ি, তাতে চুলকানি ও যোনী ফোলা।

৮. নাকের উপর এক পাশ হতে অপর পাশ পর্যন্ত হলুদ বর্ণের দাগ।

৯. রক্ত প্রদর, ঋতুর সময়ে পায়ের হাড়ে কনকনানি।

১০. প্রচুর দুর্গন্ধযুক্ত প্রদর, রং হলদে। যেস্থানে লাগে সে স্থানে চুলকায়।

১১. পেট সর্বদাই খালি খালি বোধ।

১২. কোষ্ঠকাঠিন্য, মল অত্যন্ত শক্ত।

১৩. দুগ্ধ অসহ্য। খাদ্যর কথা মনে হইলেই বমনোদ্রেক।

১৪. শিশু প্রায় প্রথম ঘুমে বিছানায় প্রস্রাব করে ফেলে।

প্রয়োগক্ষেত্র: যাবতীয় স্ত্রী-পীড়া, গর্ভস্রাব, প্রসব বেদনা, শ্বেত প্রদর, জরায়ুর পীড়া, প্রস্রাবের পীড়া, শিরঃপীড়া, চক্ষুপীড়া, কোষ্ঠবন্ধতা, অপরিপুষ্টিতা, বাত-জ্বর, চর্মরোগ, প্রমেহ, অর্শ, অজীর্ণ।

বৃদ্ধি: দ্বিপ্রহরের পূর্বে, সন্ধ্যাকালে, ধৌতকর্ম করলে, যন্ত্রাদি ধৌত করলে, আর্দ্রায়, বামদিকে, ঘর্মস্রাবের পর, অনেক্ষণ যাবত জলে ভিজলে, প্রাতঃপালে, নিদ্রার প্রারম্ভে, বাম পার্শ্বে বা উপুড় হইয়া শুইলে, স্পর্শে, আহারের পরে।

হ্রাস: দ্রুত সষ্ণালনে ও কঠোর পরিশ্রমে, গ্রীষ্মকালে, শয্যার উত্তাপে, গরম প্রয়োগে, দক্ষিণ পাশ্বে শয়নে, ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানীয়, চাপে, নিদ্রার পর, নির্মল বায়ুতে।

অনুপূরক ঔষধ: নেট্রাম কার্ব, নাক্সভুমিকা, স্যাবাডিলা, সালফার, নেট্রাম মিউর।

পরবর্তী ঔষধ: ক্যালকেরিয়া, বেলেডোনা, কার্বোভেজ, ডালকামরা, লাইকোপোডিয়াম, নাক্সভম, পালসেটিলা, গ্রাফাইটিস, কোনিয়াম, রাসটক্স, সালফার।

ক্রিয়ানাশক: একোনাইট, সালফার, ডিজিট্যালিস, এন্টিম টার্ট, এন্টিম ক্রুড।

সাবধানতা: ল্যাকেসিসের পূর্বে, পরে ও পালসেটিলার সহিত, পর্যায়ক্রমে সিপিয়া ব্যবহৃত হয় না। অতি নিম্নশক্তি বার বার এই ঔষধ প্রয়োগ করা অনুচিত।

ক্রিয়াস্থিতিকাল: ৪০ হইতে ৫০ দিন।

ব্যবহার শক্তি: ৬ হইতে ১০০০ শক্তি।

 

ডাক্তার বাড়ি হোমিও হল
(রোগী দেখা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান)
দক্ষিণ বনশ্রী (১০ তলা মার্কেটের পিছনে), ঢাকা।
মোবাইল# 01738-909 009

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ নভেম্বর ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ ১২:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ