ক্যাটেগরীজ: টেক লাইফস্টাইল

করোনাকালে যেভাবে ফোন পরিষ্কার করবেন

বেশিরভাগ মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের মোবাইলটি খোঁজেন। কোন গুরুত্বপূর্ণ ফোন বা ম্যাসেজ এসেছে কি না এসব দেখেই বিছানা ছাড়েন। এরইমধ্যে কাজের ফাঁকে মোবাইল, খাওয়ার মাঝে মোবাইল ফোনের ব্যবহার তো আছেই। তবে এই যে সারাদিন মোবাইল ফোন এত ব্যবহার করছেন এর যত্ন নিচ্ছেন তো? মোবাইল ফোন নিয়মিত পরিষ্কার না করলে বাইরে থেকে নানা ধরনের জীবাণু সংক্রমণ ঘটতে পারে। গবেষণা বলছে, মোবাইল ফোনের স্ক্রিনে প্রচুর জীবাণু থাকে। আর এজন্য করোনার সময়ে বাড়তি সতর্কতা দরকার।

১) বাইরে থেকে ফিরে মোবাইলের পিছনের কভার হালকা গরম পানিতে ধুয়ে নিন। কারণ এই কভারগুলি যে প্লাস্টিক দিয়ে তৈরি হয় তাই পানি দিয়ে ধুলে সমস্যা নেই। পানি না দিতে চাইলে স্যানেটাইজিং ওয়াইপস ব্যবহার করুন।

২) ফোনের সঙ্গে ফোনের আনুষঙ্গিক ছিদ্রগুলোও পরিষ্কার করা দরকার। যেমন চার্জারের ছিদ্র, স্পিকার বা ইয়ার ফোনের জায়গাটি। এটা পরিষ্কার করতে গেলে কান পরিষ্কার করার ইয়ার বাড বা কিউ টিপ ব্যবহার করতে পারেন। একটি বাটিতে সামান্য স্যানিটাইজার ঢেলে তাতে ইয়ারবাড ভাল করে ডুবিয়ে নিন। এবার তা দিয়ে ফোনের প্রতিটি ছিদ্র ও কোণ পরিষ্কার করে নিন।

৩) এই ভাবে পরিষ্কার করার পর একটি শুকনো কাপড় দিয়ে মোবাইলটি ভাল করে মুছে নিন। আর ধুয়ে রাখা কভারটি ভালোভাবে শুকিয়ে ফোনে আবার লাগিয়ে দিন। রোজ যদি এই ভাবে পরিষ্কার করেন, তা হলে ফোন থাকবে জীবাণুমুক্ত।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০৫ অপরাহ্ণ ১২:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ