রাজনীতি

বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।

৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৫৪ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৮ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগে করা প্রতিবেদনটি চার্জশিট হিসেবে অনুমোদন দিয়েছে দুদক। দীর্ঘ তদন্ত শেষে কমিশনের তদন্ত প্রতিবেদন দাখিল করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিবেদনটি অনুমোদন দেওয়া হয়।

গত ১৮ সেপ্টেম্বর দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসায় অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। পরে সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। সেখান থেকে ২৪ লাখ টাকা, ৫৮৫ পিস ইয়াবা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কথা জানায় র‍্যাব।

পরের দিন ১৯ সেপ্টেম্বর বিকেলে খালেদকে গুলশান থানায় হস্তান্তর করে র‍্যাব। অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা করা হয় ওই থানায়। আর মতিঝিল থানায় মাদক আইনে করা হয় আরেকটি মামলা। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ অক্টোবর তাঁর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০২০, ২:২০ অপরাহ্ণ ২:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ