সারাদেশ

ভুয়াদের দাপট, রাষ্ট্রীয় সম্মান নেবেন না আসল মুক্তিযোদ্ধা

ভুয়া মুক্তিযোদ্ধারের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবমূল্যায়ন হচ্ছেন, এমন কারণ দেখিয়ে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন আবুল খায়ের ভুঁইয়া নামে এক মুক্তিযোদ্ধা।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া জেলার দেবীগঞ্জ উপজেলাধীন মুন্সিপাড়া এলাকার মৃত সালামতুল্লাহ'র ছেলে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ৬ নং সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন এই মুক্তিযোদ্ধা।

আবেদন পত্রে তিনি লিখেছেন, জেলার দেবীগঞ্জ উপজেলায় বর্তমান ১৬৪ জন মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। এদের মধ্যে ৪৩ জনই ভুয়া মর্মে ২০১২ সাল থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী, দুদক চেয়ারম্যান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রায় ৮ থেকে ১০টি আবেদন করেন এই মুক্তিযোদ্ধা। কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ জিম্মি। মৃত্যুর পর তারা রাষ্ট্রীয় সম্মান পাবে এটা মেনে নেয়ার মতো না।

কয়েকদিন পূর্বে জেলার আটোয়ারী উপজেলার আরেক মুক্তিযোদ্ধা মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া মৃত্যু পর রাষ্ট্রীয় সম্মান চান না মর্মে একটি আবেদন পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২২ নভেম্বর ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ণ ১০:০৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ