জাতীয়

পণ্যের দাম স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানালেন বাণিজ্যমন্ত্রী

গেল রমজানে বাজারে ভোগ্য পণ্যের দাম ‘স্বাভাবিক’ থাকায় ব্যবসায়ীদের ডেকে ধন্যবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ ধন্যবাদ জানান। এসময় তাদের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও সার্বিক আলোচনা করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের ডেকেছি, আপনারা আজ সবাই এসেছেন। বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়েছে। আপনারাও আপনাদের সমস্যা জানিয়েছেন, আমিও আপনাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি।

সভায় অংশ নেয়া ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি তিন মাস পরপর আপনাদের সঙ্গে বসে কথা বলতে চাই। কোথায়-কোথায় সমস্যা হচ্ছে এবং কী কী ধরনের সমস্যা আপনারা মোকাবেলা করছেন সেটা আমরা দেখবো। সেসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবেও বলে জানান তিনি।

টিপু মুনশি বলেন, জাতীয় বাজেটের ভ্যাটসহ বেশকিছু বিষয় ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে আমি আলাপ করবো। আর কতগুলো পণ্য আছে যেগুলো আমাদের হাতে নেই, সেগুলো বাই রোটেশন ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে যুক্ত। তারপরেও আপনারা চেষ্টা করবেন যাতে পর্যাপ্ত সাপ্লাই থাকে, মানুষের যাতে কষ্ট না হয়।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৮ জুন ২০১৯, ৮:০৯ অপরাহ্ণ ৮:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ