ক্যাটেগরীজ: জাতীয়

আফগানিস্তান থেকে সব কর্মী ফিরিয়ে আনছে ব্র্যাক

আফগানিস্তানে কর্মরত ব্র্যাকের সব কর্মীকে আগামী ২২ আগস্টের মধ্যে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। সোমবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ব্র্যাকের এক্সটার্নাল রিলেশনস, কমিউনিকেশনের প্রধান রাফে সাদনান আদেল।

তিনি বলেন, প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ পাঁচজন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, যাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। বাকি নয় বাংলাদেশির মধ্যে তিনজন গত শুক্রবার বিমানযােগে রওয়ানা দিয়েছেন এবং ছয়জনের আগামী ২২ তারিখের মধ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, গত ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করােনাভাইরাস প্রতিরােধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

দেশটির ১০টি প্রদেশে প্রায় তিন হাজার ব্র্যাককর্মী কাজ করছেন। এদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এতে আরও বলা হয়, ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ আগস্ট ২০২১, ৮:১১ অপরাহ্ণ ৮:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ