টিপু মুনশি
টিপু মুনশি

পণ্যের দাম স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানালেন বাণিজ্যমন্ত্রী

গেল রমজানে বাজারে ভোগ্য পণ্যের দাম ‘স্বাভাবিক’ থাকায় ব্যবসায়ীদের ডেকে ধন্যবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ ধন্যবাদ জানান। এসময় তাদের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও সার্বিক আলোচনা করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের ডেকেছি, আপনারা আজ সবাই এসেছেন। বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়েছে। আপনারাও আপনাদের সমস্যা জানিয়েছেন, আমিও আপনাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি।

সভায় অংশ নেয়া ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি তিন মাস পরপর আপনাদের সঙ্গে বসে কথা বলতে চাই। কোথায়-কোথায় সমস্যা হচ্ছে এবং কী কী ধরনের সমস্যা আপনারা মোকাবেলা করছেন সেটা আমরা দেখবো। সেসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবেও বলে জানান তিনি।

টিপু মুনশি বলেন, জাতীয় বাজেটের ভ্যাটসহ বেশকিছু বিষয় ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে আমি আলাপ করবো। আর কতগুলো পণ্য আছে যেগুলো আমাদের হাতে নেই, সেগুলো বাই রোটেশন ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে যুক্ত। তারপরেও আপনারা চেষ্টা করবেন যাতে পর্যাপ্ত সাপ্লাই থাকে, মানুষের যাতে কষ্ট না হয়।

শেয়ার করুন: