খেলাধুলা

বাংলাদেশ একাদশে আসছে পরিবর্তন!

নিউজিল্যান্ডের কাছে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। বদল এলে আসতে পারে একটি। মোহাম্মদ মিঠুনের জায়গায় ঢুকতে পারেন হার্ডহিটার সাব্বির রহমান। শনিবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের লড়াই।

এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। ইয়ন মরগানের দলের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফি বাহিনী।

ওপেনিং জুটিতে গেল দুই ম্যাচেই টাইগারদের শুভসূচনা এনে দিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এ ম্যাচেও শুরুর দিকে দায়িত্বটা নিতে হবে দুজনকে। তাদের ব্যাটে ভালো সূচনা চায় বাংলাদেশ।

দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান খেলবেন তিন নম্বরে। আগের দুই ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি।স্বভাবতই ভালো কিছুর জন্য তার দিকে চেয়ে ভক্তরা। নিজের প্রিয় পজিশন চার নম্বরে থাকবেন মুশফিকুর রহিম। তার ওপর ডিপেন্ড করছে দল।

একাদশে একমাত্র পরিবর্তন এলে সাব্বিরকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। বাদ পড়তে পারেন মোহাম্মদ মিঠুন। আগের দুই ম্যাচে ভালো শুরু করেও সেটাকে বড় স্কোরে পরিণত করতে না পারায় কপাল পুড়তে পারে তার।

মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন ছয় নম্বরে, সাতে থাকছেন মোসাদ্দেক হোসেন। এরপর নামবেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নামবেন। ৯ নম্বরে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পেস আক্রমণে যথারীতি নেতৃত্ব দেবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাতে সমর্থন দেবেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় পেসার হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান/মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)ও মোস্তাফিজুর রহমান।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো/ক্রিকট্রেকার

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৮ জুন ২০১৯, ২:৩৭ অপরাহ্ণ ২:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ