বিনোদন

সেই ‘দুধ চোর’ বাবাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিয়েল ফাদার’

কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ‘রিয়েল ফাদার’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ইমতিয়াজ মেহেদী হাসানের কাহিনীচিত্র ও নির্দেশনায় এতে অভিনয় করেছেন সফিউল বি.জিতু ও আসাদুজ্জামান শান।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মূলত সমাজে বাবাদের অবস্থান ও বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মানুষ কতটা নিরুপায় হলে চুরি করতে বাধ্য হয়।

সফিউল বি.জিতু এতে অভিনয় প্রসঙ্গে বলেন, সন্তানের জন্য বাবার দুধ চুরির বিষয়টি সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়। কাহিনীচিত্রকার ও নির্মাতা ইমতিয়াজ ভাই তখন গল্পটি নিয়ে আমি সহ আমাদের সহশিল্পীকে নিয়ে বসে। পরে তিনি চিত্রনাট্য রচনা করেন।

অসম্ভব হৃদয়গ্রাহী করে তিনি পুরো বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন। নির্মাণেও বজায় রেখেছেন স্বকীয়তা। বাবার চরিত্রে এখানে আমি অভিনয় করেছি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেয়ার। আশাকরি কাজটা আপনাদের ভালো লাগবে।

পুলিশের চরিত্রে অভিনয় করা আসাদুজ্জামান শান বলেন, ভাইরালের এই যুগে মানুষ বিষয় ভিত্তিক ভালো কাজ কম দেখেন। নির্মাতা ইমতিয়াজ ভাই বরাবরই এই অবস্থার পরিবর্তনে ব্যতিক্রমী কাজ করেন। যে কাজগুলো মানুষের, সমাজের। আর সেগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

শান বলেন, ‘রিয়েল ফাদার’-এ আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি। চেষ্টা করেছি ভালো করার। বাকিটা আপনারা দেখে বলতে পারবেন। সবাই আমার জন্য এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।

নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, অন্তর্জালে ভাইরাল হওয়া বিষয়টি আমার বিবেককে নাড়া দেয়। তাই দেরি না করে চিত্রনাট্য করে শুটিং করে ফেলি। বিষয়বস্তুটাকে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা ছিল, জানিনা কতটুকু পেরেছি।

তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি গতানুগতিক প্রেমের ঘরানা থেকে বেরিয়ে যদি কেউ এই কাজটা দেখেন- আশাকরি তিনি নিরাশ হবেন না। কারণ এটি জীবনের গল্প, বাবাদের গল্প। ডাক হরকরা প্রযোজিত ‘রিয়েল ফাদার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি SM Innovation এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩০ মে ২০১৯, ১০:৫৪ অপরাহ্ণ ১০:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ