সারাদেশ

কুড়িয়ে পাওয়া বাচ্চাটির পরিবার সম্পর্কে যা জানা গেল!‍

ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া কন্যা শিশুটিকে নিয়ে উত্তেজনা ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। শিশুটিকে দেখার জন্য এখন অসংখ্য মানুষ ভিড় করছে শিশু হাসপাতালে, অনেকেই আবার চাইছেন শিশুটির দায়িত্ব নিতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটি পুরোপুরি সুস্থ। আপাতত এক মায়ের কোলে নিশ্চিন্তেই আছে সে।

তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শিশুটির ব্যাপারে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। শিশুটি কি চুরি যাওয়া কোনো বাচ্চা, নাকি ফেলে যাওয়া হয়েছে- কোনো কিছুই বোঝা যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে কে বা কারা ফুটফুটে এই শিশুটিকে হাসপাতালে ফেলে যায়।

পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, শিশুটির নিরাপত্তার জন্য তার কেবিনের পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা আগে এর চেয়েও পরিস্থিতি খারাপ ছিল, যখন মেয়ে শিশুটিকে হাসপাতালের বাথরুম থেকে প্রথম উদ্ধার করা হয়।

তখন মায়াভরা এই মুখটি দেখে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় শিশুটি নেওয়ার জন্য। ওই অবস্থায় তাকে উদ্ধার করেন একজন চিকিৎসক। নানা দিক বিবেচনা করে ওই চিকিৎসকের কাছে মনে হয়েছে হয়তো বা শিশুটি কোনো সচ্ছল পরিবারের সন্তান।

একদিকে শিশুটিকে দত্তক নেয়ার জন্য জমা পড়ছে একের পর এক আবেদন, অন্যদিকে গত তিনদিন ধরে শিশুটির দেখভাল করা রাসেল-পলি দম্পতি দাবি ছাড়তে চাইছে না। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আদালতের রায়ের।

গত তিনদিন ধরে কুড়িয়ে পাওয়া শিশুটির মা পলি। নিঃসন্তান পলি আপন করে নিয়েছে শিশুটিকে। হঠাৎ করেই জানতে পারলো দিয়ে দিতে হবে কুড়িয়ে পাওয়া ধনকে। পলি বলেন, 'যেদিন থেকে পেয়েছি প্রয়োজনীয় সব জিনিসই আমি নিয়ে আসছি।'

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ মে ২০১৯, ৫:৪১ অপরাহ্ণ ৫:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ