চাকরি

খালেদার দু’টি আসন পাচ্ছেন দুই পুত্রবধূ!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে এখনও সংশয় শেষ হয়নি। দু’টি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। সেক্ষেত্রে আপিল বিভাগ যদি তার সাজা স্থগিত রেখে আপিল গ্রহণ করেন, তিনি নির্বাচন করতে পারবেন। তাই তার নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। তবে খালেদা জিয়ার প্রার্থিতা নিশ্চিত করতে বিএনপি আপিল করবে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে তিনটি মনোনয়ন ফরম কেনা হয়েছে। বগুড়া জেলা থেকে দু’টি ও ফেনী থেকে একটি মনোনয়ন নেওয়া হয়েছে তার জন্য। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই তিনটির মধ্যে দু’টি আসন ছেড়ে দেওয়া হবে তার দুই পুত্রবধূর জন্য। সূত্র জানায়, একটি আসন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান অন্যটি প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির জন্য ছেড়ে দেবে বিএনপি। তবে তবে তাদের কোন কোন আসন দেওয়া হবে তা জানায়নি সূত্রটি।

উল্লেখ্য, খালেদা জিয়ার দুই পুত্রবধূ বর্তমানে লন্ডনে অবস্থান রয়েছেন। তাদের দেশে ফেরার ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তাদের আসলে কোনও আসন দেওয়া হবে কিনা আমার জানা নেই। এটা দলের শীর্ষ নেতারা বলতে পারবেন। দলীয় সিদ্ধান্তগুলো তারাই নিয়ে থাকে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৪ নভেম্বর ২০১৮, ২:৫৬ অপরাহ্ণ ২:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ