চাকরি

মনোনয়ন বিক্রি, হাজারো মানুষের উপচে পড়া ভিড়

ক্ষমতাসীন দল অাওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই লক্ষাধিক মানুষ উপচে পড়া ভিড় হয়েছে দলের সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। কুমিল্লা-৫ অাসনের মনোনয়ন প্রত্যাশী অাওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট অাব্দুল মতিন খসরু'র মনোনয়ন ফরম কিনতে অাসা মোঃ বাছির খান নামে এক ছাত্রলীগ নেতা বলেন, অামরা কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে এসেছি। অামার নেতা অাজ মনোনয়ন ফরম নিবেন। অামরা কয়েকশত নেতাকর্মী প্রিয় নেতার মনোনয়ন নিতে এসেছি। অামরা খুব অানন্দিত।

অপর দিকে মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকেই মনোনয়ন ফরম কিনছেন। সারা দেশ থেকে নেতাকর্মীরা মনোয়ন প্রত্যাশীদের সঙ্গ দিতে রাজনৈতিক কার্যালয়ের সামনের উপস্থিত হয়েছেন। এরই মধ্যে দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রের অধিকাংশ নেতারা মনোনয়ন ফরম কিনেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।

ধানমন্ডির অাওয়ামী লীগের কার্যালয়ের চারপাশে নেতাকর্মীরা ছোট ছোট গ্রুপ করে মিছিল করছেন। তারা তাদের মনোনয়ন প্রত্যাশীদের নামে স্লোগান দিয়ে থাকেন। বিভিন্ন স্লোগানে মুখরিত অাওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়। অাওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ অাশরাফের পক্ষে মনোনয়ন নেওয়া হয়েছে। দুপুরে নামাজের বিরতি হলেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় করেনি।

অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অাওয়ামী লীগ একটি বৃহৎ দল। এই দল থেকে সবাই মনোনয়ন নিত অাগ্রহী। অাজকে একটু ভিড় হবে। কিছু বিশৃঙ্খলা হবে। অামরা সব সময় শৃঙ্খলা ভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু হাজার হাজার মানুষের মাঝে একটু বিশৃঙ্খলা হতে পারে। তারপরও শৃঙ্খলা ভাবে কাজ চেষ্টা করবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ নভেম্বর ২০১৮, ২:৩৪ অপরাহ্ণ ২:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ