গুপ্তধনের খোঁজে পুলিশ ও এলাকাবাসী, অতঃপর...

রাজশাহীর বাঘা উপজেলায় ‘গুপ্তধন’ পাওয়ার খবরে বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের মানুষের মধ্যে চাপা উত্তেজনা এবং আলোচনার ঝড় বইছে। এ খবরে পীরগাছা গ্রামে ভীড় জমাচ্ছে ঐ এলাকাসহ আশেপাশের গ্রামের মানুষ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সারাদিনব্যাপী এ বিষয় নিয়ে উত্তেজনা এবং আলোচনার ঝড় লক্ষ্য করা যায়।

পুলিশ জানায়, পীরগাছা গ্রামের আড়ানী মাদ্রাসার শতবর্ষী আমবাগানের দক্ষিণ পার্শ্বে গুপ্তধন পাওয়ার এ খবরে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। গুপ্তধন মনে করে বিষয়টি বাঘা থানা পুলিশকে মুঠোফোনে জানান এলাকাবাসি।

থানা পুলিশের একটি টিম মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে এলাকার শত শত নারী-পুরুষের উপস্থিতিতে সাড়ে চারফুট মাটি খনন করেও গুপ্তধন বা তেমন কোনো কিছুই পাননি।

পুলিশ জানায় আরও জানায়, কেউই কোন নির্দিষ্ট তথ্য দিতে পারছিলেন না যে কোথায় পাওয়া যেতে পারে গুপ্তধন। তবে কিছু আগরবাতি, টিস্যু ও গেঞ্জির ছেঁড়া অংশ পাওয়া গেছে।

এবিষয়ে স্থানীয় এলাকার বজলু ও হেলেনা জানান, সেখানে কিছু মাটি খোড়া ছিল। মাঠে যাতায়াতকারী লোকজন বিষয়টি দেখার পর গুপ্তধন মনে করে। অনেকেই বলেছেন, সেখানে দামি কোন কষ্টিপাথর ছিল।

বিষয়টি নিয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, খবর পেয়ে দুইজন অফিসারসহ ফোর্স সেখানে পাঠিয়েছিলেন। জনসন্মুখে মাটি খুঁড়ে কিছু পাওয়া যায়নি। কিছু পাওয়ার মতোও কোন আলামত মেলেনি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ অক্টোবর ২০১৮, ১২:৩৮ অপরাহ্ণ ১২:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ