সারাদেশ

কম দামে ১৫০ সিসির পালসার আসছে বাজারে! দাম মাত্র কত টাকা জানেন?

সিসির পালসার দেশের মোটরসাইকেল বাজারে প্রায় ১৭ বছর ধরে সড়কে রাজত্ব করছে বাজাজের স্পোর্টস বাইক পালসার। এর মধ্যে পালসারের বেশ কয়েকটি মডেল বাজারে এসেছে। কিন্তু এর মধ্যে জনপ্রিয় ভার্সন হলো ১৫০ সিসির পালসার।

এবার এই বাইকটিকে আপডেটেড করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় বাজাজ। প্রতিষ্ঠানটি চাইছে আকর্ষণীয় লুকিং, শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে ১৫০ সিসির বাজার ধরে রাখতে।

নতুন ভার্সনে থাকছে পাওয়ার ফুল ফর্কস। এর দুচাকায়ই থাকবে ডিস্ক ব্রেক। এছাড়াও স্পিড সিট এটিকে করবে আরও আকর্ষণীয়।

২০০১ সালে সর্বপ্রথম পালসার ১৫০ বাজারে আসে। কয়েক বছরে বেশ কয়েকটি আপডেট এসেছে বাইকটিতে। তবে এবারের আপডেটেড ভার্সন হবে সবচেয়ে আকর্ষণীয় ও কার্যকর। এর পরিবর্তন সহজেই দৃশ্যমান হবে।

বাজাজ অটোমোবাইল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ১৫০ সিসির পালসারে নতুন এক্সহস্ট মাফলার ব্যবহার করা হবে। এতে ১৮০ সিসির এক্সহস্ট মাফলার সংযোজন করা হবে। এতে ব্রাশড মেটাল এবং হিট শিল্ড থাকছে।

এছাড়াও বাইকটিতে নতুন ফুট পেগ এবং পেডেলে নতুনত্ব থাকছে। নতুন ভার্সনের পালসার ১৫০ তে পাওয়ারট্রেইন ১৪৯ সিসিই থাকছে। তবে নতুন ভার্সনের বাইকে ইঞ্জিনের ঝাঁকুনি অনেক কম হবে।

এটির ১৫০ সিসির দাম এক লাখ ৯৯ হাজার ৯০০ টাকা বাজাজের মোটরসাইকেল বাংলাদেশে আমদানি করে বাজারজাত করছে উত্তরা মোটরস। দেশের বিভিন্ন জায়গায় উত্তরা মোটরসের শোরুম রয়েছে।

বর্তমানে বাজাজের ‘ডিসকভার’ মডেলের ১২৫ সিসির দাম এক লাখ ৫৮ হাজার, ১২৫ সিসি এসটির দাম এক লাখ ৭৫ হাজার ও ১০০ সিসির দাম এক লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।

বাজাজের রয়েছে আরেকটি মডেল ‘প্লাটিনা’। এর ১০০ সিসির দাম এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা। আরেকটু বেশি স্টাইলিশ মডেল নিতে চাইলে কিনতে পারেন ‘পালসার’। আর ১৩৫ সিসির দাম পড়বে এক লাখ ৭০ হাজার টাকা।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১:২৩ অপরাহ্ণ ১:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ