টেক

বিডিঅ্যাপস স্থানীয় মিডিয়া ভার্চুয়াল মিটআপ অনুষ্ঠিত

বিডিঅ্যাপস এর আয়োজনে চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা সহ নানা গুরুত্বপূর্ণ শহরের স্থানীয় মিডিয়াদের নিয়ে গত ১৮ নভেম্ভর, ২০২০ এ অনুষ্ঠিত হলো একটি স্থানীয় মিডিয়া ভার্চুয়াল মিটআপ। আয়োজনটিতে বিডিঅ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেদের জেনারেল ম্যানেজার ফয়সাল আহমেদ, ম্যানেজার সিফাত উল হক, বিডিঅ্যাপস এর বিজনেস এনগেঞ্জমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, বিডিঅ্যাপ্স চট্টগ্রামের কমিউনিটি ডেভলপার মোহাম্মাদ আরিফ হাসান রিয়াদ, বিডিঅ্যাপস খুলনার কমিউনিটি ডেভলপমেন্ট এক্সিকিউটিভ সৈয়দ ফাহাদ মাহমুদ, মিয়াকি মিডিয়া লিমিটেডের সিইও তানিম ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীর বড়ুয়া- দৈনিক আজাদী, সারোয়ার আহমেদ - দৈনিক পূর্বকোণ, সাবের শাহ - চিটাগং লাইভ, হামিদ রনি - নোয়াখালী টিভি, এইচ আই তানজির - চ্যানেল খুলনা, সায়মন আজাদ - দৈনিক তথ্য সহ আরো অনেকে।

প্রসঙ্গত, বিডি অ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে সহজেই ডেভেলপারগন ও উদ্যক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন। সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের আপন শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডিঅ্যাপস।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৯ নভেম্বর ২০২০, ৩:০২ অপরাহ্ণ ৩:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

নোংরা শৌচাগার থেকে মূত্রাশয়ের সংক্রমণ

মূত্রাশয় বা মূত্রথলিতে ব্যাক্টেরিয়ার সংক্রমণ প্রদাহ ও অস্বস্তি বাড়ায়। লক্ষণের মধ্যে রয়েছে- প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন…

২৬ মার্চ ২০২৪, ১:০২ অপরাহ্ণ