আবহাওয়া

মধ্যরাতে কাঁপলো রাঙামাটি, ধসে পড়লো পাহাড়

হঠা মধ্যরাতে গড় গড় শব্দে কেঁপে ওঠলো পুরো শহর। স্থানীয়দের অনেকেই ভূমিকম্প ভেবে ছোটাছুটি শুরু করে দেন। ঘটনাটি আসলে পাহাড় ধসের। টানা বৃষ্টির কারণে রোববার মধ্যরাতে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

রাঙামাটি পৌর এলাকার শহর শিমুলতলী এবং কলেজগেট এলাকার ওলি পাড়ায় রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে।

পাহাড় ধসের ঘটনা নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদরুল আলম জানান, রোববার থেকে ফায়ার সার্ভিস মাঠে তৎপর রয়েছে। যার ফলে শহরের ঝুঁকিপূর্ণ শিমুলতলী, কলেজগেট ও চম্পকনগরী থেকে লোকজনকে নিরাপদ স্থানে আগেই সরিয়ে নেওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। অতি বর্ষণের কারণে রাত ১০টার দিকে শহরের কলেজগেট এলাকার ওলি পাড়া এবং শিমুলতলী বসতি এলাকায় পাহাড় ধসে পড়ে।একইদিন সকালে শহরের রাঙামাটি চেম্বার অব কর্মাস ভবনের পার্শ্ববর্তী সড়কে ধস,

বিকেলে রাঙামাটি সিনিয়র মাদ্রাসার পার্শ্ববর্তী দেয়াল ধস এবং রাত সাড়ে ১০টার দিকে চম্পকনগর এলাকায় পরিবার পরিকল্পনা অফিসের দেয়াল ধসে পড়েছে বলে জানা গেছে।

এদিকে রাত ১০টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি শহরের শালবাগান এলাকায় বৈদ্যুতিক খুঁটি পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১১ জুন ২০১৮, ১১:৪৭ পূর্বাহ্ণ ১১:৪৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ