রেসিপি

“আমি কার জন্য কাঁদবো, বাবার জন্য নাকি স্বামীর জন্য?”

"আমি কার জন্য কাঁদবো, বাবার জন্য নাকি স্বামীর জন্য?" "আমি কার জন্য কাঁদবো, বাবার জন্য নাকি স্বামীর জন্য?"
কার জন্য কাঁদবো – আমি কার জন্য কাঁদবো- বাপ্পার বিয়ের খবরটা চাঁদনীর কাছে স্বাভাবিকই ছিল। কল পেয়ে বললেন,‘ভাই সকাল থেকে সবাই কল করছে। আমি কী উত্তর দিতে পারি বলেন? আমি কী বিয়ে করেছি? আমার ভাই কোনো অনুভূতি নেই।

আমি এখন অনুভূতিহীনতায় চলে গেছি। এছাড়া আমি কী করবো? আমার এখন কী করার আছে? প্রেম করে যাকে বিয়ে করেছিলাম। শুনছি সে বিয়ে করছেন।

আমি বাবা হারানোর শোকে রয়েছি। তার মধ্যে এসব খবর। এমন পরিস্থিতিতে মানুষ কী করে আমার জানা নেই। আমি কার জন্য কাঁদবো? বাবার জন্য নাকি স্বামীর জন্য?’

কেন বিচ্ছেদ হলো, কবে বিচ্ছেদ হলো। এসব নিয়ে তো আপনারা মুখ খুলছেন না। ‘বাপ্পাকে তো এসব জিজ্ঞেস করতে পারেন। আমি এসব নিয়ে মুখ খুলতে চাই না। আমার মুখ খুলে গেলে অনেক জনপ্রিয় মানুষের মুখোশ খুলে যাবে। আমি বিতর্ক চাই না। আমি শুধু শান্তি চাই। আমি টায়ার্ড।’

তিনি একনাগাড়ে বলে গেলেন,‘ আপনারা জানেন আমি কেমন মেয়ে। ছোটবেলা থেকে শোবিজে আছি। আমার নামে কেউ কখনো রিউমারও ছড়াতে পারেনি। নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম।

একটি মানুষ, একটি বিয়ে আমার জীবনটাকে ঝড়ের মুখে ফেলে দিলো। আমি সম্মানের সঙ্গে মরতে চাই। এটুকু বলি কোন কিছুতেই আমার কোন হাত ছিল না। আমি আজও বাপ্পাকে স্বামী হিসেবে মানি ও সম্মান করি।’

বাবার মৃত্যু নিয়ে বলেন,‘আমার বাবা চলে গেছেন ৪১ দিন হলো আজ। এখন মা আমার একমাত্র ভরসা। আমি সকলের কাছে অনুরোধ করবো এর জন্য আমার পরিবারকে দায়ী করবেন না।

মায়ের মানসিক অবস্থা খুব খারাপ। তার মাঝখানে মেয়ের সংসার নিয়ে কোনো খবরে তিনি আরও ভেঙে পড়ুন তা আমি চাই না। এ খবরে তিনি মারাও যেতে পারে।’

তিনি জানান, ‘গেল ৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তার বাবা সালাহ উদ্দিন আহমেদ। তিনি ছিলেন আর্ট কলেজের শিক্ষক।

আর্ট কলেজের পাঠ্য ‘চারু শিল্প’ বইটি তিনিই লিখেছিলেন। টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। সেইসঙ্গে বিটিভির তালিকাভুক্ত শিল্পীও ছিলেন তিনি।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২১ মে ২০১৮, ৮:১৮ অপরাহ্ণ ৮:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ