রেসিপি

ছবিটি শাকিব খানের

‘নাকাব’ ছবিতে ভূত চরিত্রে শাকিব খানএর আগে বহুরূপে, বহুভাবে হাজির হয়েছেন ঢাকাই কিং শাকিব খান। তবে এবার যেভাবে পর্দায় আসছেন, তা কখনও দেখেননি দর্শকরা। ছবিটির নাম ‌‘নাকাব'। এর আগে শাকিব খানসহ নির্মাতারা বারবার বলেছেন এটি ভৌতিক ছবি। কিন্তু ভুতুড়ে শাকিব খান কখনও সামনে আসেননি। এবার এলেন ছবিটির ট্রেলারের মাধ্যমে।

কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ২৮ জুলাই রাতে এটি প্রকাশ করেছে তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ২ মিনিট ২৭ সেকেন্ডর এ ভিডিওর একেবারে শেষ দিকে ভূত হিসেবে সামনে এলেন শাকিব। মাত্র ১ সেকেন্ড স্থায়ী এ সময়ে জ্বলন্ত চোখ, লম্বা থুতনি ও দাঁত নিয়ে ভূতরূপে দেখা গেছে তাকে। এদিকে কাছাকাছি সময়ে ছবিটির পোস্টার ও একটি গান প্রকাশ হয়েছে। শাকিব খান জানান, পোস্টার নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে শাকিবের সঙ্গে আছেন টলিউডের দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। পরিচালনায় আছেন রাজীব বিশ্বাস। এতে দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। যে খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন! যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি মার্ডার করেছিল। আর দেখতে হুবহু তার মতো!

এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি এ নায়ক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে। আসল শাকিব খানের ভূত শাকিব খানকে খুঁজতে গিয়ে ঘটে নানা ঘটনা। ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে ২৪ আগস্ট। ‘নাকাব’ ছবিটির ট্রেলার:

এদিকে ২৭ জুলাই বাংলাদেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। এ পর্যন্ত ছবিটির হল রিপোর্ট বেশ ভালো। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জি। এতে ভাইজান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার দুই নায়িকা কলকাতার পায়েল ও শ্রাবন্তী। অন্যতম দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার ও মনিরা মিঠু।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৯ জুলাই ২০১৮, ১০:৫২ অপরাহ্ণ ১০:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ