ভারত

চতুষ্পদ জন্তুর মাধ্যমে আহত হলে এর ক্ষতিপূরণ নেই

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জন্তুর আঘাতে দণ্ড নেই, কূপে পড়াতে দণ্ড নেই, খনিতে দণ্ড নেই এবং রিকাজে (গুপ্তধন) এক-পঞ্চমাংশ (জাকাত) ধার্য হবে।’ (তিরমিজি, হাদিস : ১৩৭৭; ইবনে মাজাহ, হাদিস : ২৫০৯-২৬৭৩)

ইমাম মালিক (রহ.) বলেন, রাসুল (সা.)-এর বাণী : ‘জন্তুর আঘাতে দণ্ড নেই’—এ কথার মর্মার্থ হলো, জীবজন্তু কোনো ব্যক্তিকে আহত করলে তার কোনো কিসাস নেই। এর জন্য কোনো জরিমানা নেই এবং এর জন্য কোনো ধরনের রক্তপণ দিতে হবে না।

জীবজন্তু বোঝাতে এই হাদিসে ‘আল-আজমা’ শব্দ আনা হয়েছে। একদল আলেম ‘আল-আজমা’ শব্দের ব্যাখ্যায় বলেছেন, যে পশু মালিকের হাত থেকে ছুটে পালায় এবং দৌড়ে যাওয়ার সময় কোনো মানুষকে আহত করে তাকে ‘আজমা’ বলা হয়। এ জন্য মালিককে কোনো ধরনের জরিমানা দিতে হবে না।

আর ‘খনিতে দণ্ড নেই’—এ কথার তাৎপর্য হলো, খনিজ সম্পদ উত্তোলনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি গর্ত খুঁড়লে এবং তাতে শ্রমিক বা অন্য কোনো ব্যক্তি পড়ে গিয়ে আহত হলে বা মারা গেলে মালিকের কোনো ধরনের জরিমানা ধার্য হবে না। একইভাবে পথচারীদের জন্য কোনো ব্যক্তি কূপ খনন করলে এবং তাতে পড়ে গিয়ে যদি কেউ আহত হয় বা নিহত হয়, সে ক্ষেত্রেও কোনো ধরনের জরিমানা ধার্য হবে না।

আর জাহেলি যুগে মাটির নিচে পুঁতে রাখা সম্পদকে ‘রিকাজ’ বলা হয়। কোনো ব্যক্তি যদি এই সম্পদ পায় তাহলে এর এক-পঞ্চমাংশ সরকারি তহবিলে জমা করতে হবে এবং ওই ব্যক্তি বাকি অংশের মালিক হবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২১ মে ২০১৮, ২:৫৪ অপরাহ্ণ ২:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ