বিয়ের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে, পাত্রীর কী ধরনের গুণাবলী থাকতে হয় এ বিষয়ে হাদিস ও গবেষকদের লেখনী থেকে তার সারাংশ।
আর মুজাদ্দাদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রহ:) বলেন , আখলাকের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য তাই বাহ্যিক সৌন্দর্যের প্রতি লক্ষ না করে আখলাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা অধিক জরুরি। আর তা হলো-
স্ত্রীর মধ্যে ভালো চারটি গুণ থাকতে হবে: ১। স্বামীর অনুগত হতে হবে ২। স্ত্রীর চেহারার দিকে তাকালে স্বামীর আনন্দ লাগে। ৩।স্বামী যদি কোনো কসম করে তবে তাকে স্ত্রী তা হতে মুক্ত করে। ৪।স্বামী বাহিরে থাকলে স্ত্রী তার সতিত্ব ঠিক রাখে।
পক্ষান্তরে, মেয়েদের মারাত্মক ও মন্দ গুণ চারটি যে গুলো থেকে তাদের বেচে থাকা আবশ্যক: ১। বে-পর্দায় থাকা ২। সাজসজ্জা করে রাস্তায় বের হওয়া ৩। অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া ৪। এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা। উক্ত গুণাবলী বিশিষ্ট রমণী পেতে চাইলে অবশ্যই নিজেকে পবিত্র রাখতে হবে।
উক্ত গুণাবলীর সব একজনের মধ্যে না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অধিকাংশ গুণ দেখেই পাত্রী নির্বাচন করা প্রয়োজন।
এই পোস্টটি প্রকাশিত হয় নভেম্বর ৯, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
যুক্তরাজ্যের ৯৫ বছর বয়সী কৃষক জেমস স্টিল তার হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি হারিয়ে ভেবেছিলেন,…
হোমিওপ্যাথিক মাদার টিংচার আলফালফা (Alfalfa Mother Tincture) মূলত Medicago sativa নামক আলফালফা উদ্ভিদ থেকে তৈরি…
আমাজন রেইনফরেস্টকে সাধারণত "পৃথিবীর ফুসফুস" বলা হলেও, সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এই ধারণাটি অতিরঞ্জিত প্রমাণিত হয়েছে।…