ক্যাটেগরীজ: ইসলাম

বিয়ের জন্য পাত্রী কেমন হওয়া চাই!

বিয়ের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে, পাত্রীর কী ধরনের গুণাবলী থাকতে হয় এ বিষয়ে হাদিস ও গবেষকদের লেখনী থেকে তার সারাংশ।

  • পাত্রীর চারটি জিনিস কালো হতে হবে: (১) চুল। (২) ভ্রু। (৩) পালক। (৪) চোখের মনি।
  • চারটি জিনিস সাদা হতে হবে: (১) দাঁত। (২) চোখ। (৩) শরীর। (৪) পায়ের নলা।
  • চারটি জিনিস লাল হতে হবে: (১) জিহ্বা। (২) ঠোট। (৩) দাঁতের মাড়ি। (৪) গাল।
  • চারটি জিনিস গোল হতে হবে: (১) চেহারা। (২) মাথা। (৩) হাতের বাজু। (৪) গোড়ালি।
  • চারটি জিনিস লম্বা হতে হবে: ১) শরীর। (২) অঙ্গ। (৩) ঘাড়। (৪) চুল।
  • চারটি জিনিস ছোট হতে হবে: (১) পায়ের পাতা (২) মুখ (৩) হাতলি (৪) বক্ষোজ।
  • চারটি জিনিস বড় হতে হবে: (১) কমর (২) রান (৩) পা (৪) হাঁটু ।
  • চারটি জিনিস প্রশস্ত হতে হবে: (১) কপাল (২) সিনা (৩) চোখ (৪) দেহের রান।
  • চারটি জিনিস পবিত্র হতে হবে: (১) নজর। (২) পেট। (৩) জবান। (৪) হাত তথা আমানত।
  • স্বামীর থেকে চারটি জিনিস বেশী থাকতে হবে: (১) সৌন্দর্য। (২) তাকওয়া। (৩) সবর। (৪) ইছার তথা কষ্ট সহ্য করার ক্ষমতা।
  • স্বামীর থেকে চারটি জিনিস কম থাকতে হবে: (১) বয়স। (২) সম্পদ। (৩) ইলম। (৪) ফখর তথা গর্ব।
  • চারটি জিনিস নরম হতে হবে: (১) মন (২) দেহ (৩) তবিয়ত (৪) সন্তানের প্রতি রহমশীল।
  • চার বিষয়ে কঠোর হতে হবে: (১) দ্বীনদারি (২) পবিত্রতা (৩) আমানত (৪) পর্দা।

আর মুজাদ্দাদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রহ:) বলেন , আখলাকের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য তাই বাহ্যিক সৌন্দর্যের প্রতি লক্ষ না করে আখলাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা অধিক জরুরি। আর তা হলো-

স্ত্রীর মধ্যে ভালো চারটি গুণ থাকতে হবে: ১। স্বামীর অনুগত হতে হবে ২। স্ত্রীর চেহারার দিকে তাকালে স্বামীর আনন্দ লাগে। ৩।স্বামী যদি কোনো কসম করে তবে তাকে স্ত্রী তা হতে মুক্ত করে। ৪।স্বামী বাহিরে থাকলে স্ত্রী তার সতিত্ব ঠিক রাখে।

পক্ষান্তরে, মেয়েদের মারাত্মক ও মন্দ গুণ চারটি যে গুলো থেকে তাদের বেচে থাকা আবশ্যক: ১। বে-পর্দায় থাকা ২। সাজসজ্জা করে রাস্তায় বের হওয়া ৩। অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া ৪। এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা। উক্ত গুণাবলী বিশিষ্ট রমণী পেতে চাইলে অবশ্যই নিজেকে পবিত্র রাখতে হবে।

উক্ত গুণাবলীর সব একজনের মধ্যে না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অধিকাংশ গুণ দেখেই পাত্রী নির্বাচন করা প্রয়োজন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় নভেম্বর ৯, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন
দ্বারা প্রকাশিত
বিডিভিউ২৪.কম

সর্বশেষ সংবাদ

  • জানা অজানা

'গরু গিলে ফেলা’ রোলেক্স ঘড়ি ৫০ বছর পর ফিরে পেলেন কৃষক

যুক্তরাজ্যের ৯৫ বছর বয়সী কৃষক জেমস স্টিল তার হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি হারিয়ে ভেবেছিলেন,…

জুলাই ২১, ২০২৫
  • স্বাস্থ্য

আলফালফা মাদার টিংচার

হোমিওপ্যাথিক মাদার টিংচার আলফালফা (Alfalfa Mother Tincture) মূলত Medicago sativa নামক আলফালফা উদ্ভিদ থেকে তৈরি…

জুন ২৩, ২০২৫
  • জানা অজানা

পৃথিবীর ৭০% অক্সিজেন আসে মহাসাগর থেকে, আমাজন রেইনফরেস্ট থেকে নয়!

আমাজন রেইনফরেস্টকে সাধারণত "পৃথিবীর ফুসফুস" বলা হলেও, সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এই ধারণাটি অতিরঞ্জিত প্রমাণিত হয়েছে।…

জুন ৩, ২০২৫