ক্যাটেগরীজ: উদ্ভিদ

বনধনে গাছের গুণাগুণ এবং উপকারিতা

পেটের ব্যথা ও ডায়রিয়ার ওষুধে কার্যকর। ঘা-পাঁচড়ার ক্ষেত্রে পাতার মিশ্রণ লাগানো হয়। এটি প্রাকৃতিক ভাবেই গড়ে তোলে সুরক্ষার দেয়াল। এর পাতা, ফল, গাছ সবটুকুই কাজে লাগানো যায়।

বনধনের তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে শিশুদের ক্ষেত্রে পরিমাণে একটু কম দিলেই চলবে। এছাড়া আর কোন সমস্যা না হ‌ওয়ার কথা।

বনধনে গাছের পরিচিতি

বনধনে, মিশ্রি দানা। ইংরেজি নাম: scoparia-weed অথবা sweet-broom। বৈজ্ঞানিক নাম: scoparia dulcis। গোত্রের নাম: scrophulariaceae। এই বনধনে গাছকে আরো অনেক নামে জানা যায় যেমন, ফুরফুরি, বনধুনি, বন ধনীয়া, বন্দনী, মিডালি, ইত্যাদি।

বনধনের গুণাগুণ এবং উপকারিতা সমূহ

বনধনে গাছ আমাদের অনেক উপকারে আসে। প্রাকৃতিক সুরক্ষায় এর ভূমিকা অপরিসীম। যেমন,
● বনধনে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
● এর রস আমাশয়ে ভালো কাজ দেয়। তবে বয়স যত কম হবে রস তত পাতলা করে নিতে হবে। রসের পরিমাণ এক চা চামচ পরপর তিন দিন।
মুখে ঘা হলে পাতা চিবালে ঘা ভালো হয়ে যায়
● ব্রাজিলে এটি অর্শরোগে ব‍্যবহৃত হয়
● নাইজেরিয়াতে sickle-cell disease এ ব‍্যবহৃত হয়
● মারমা উপজাতিরা শ্বাসজনিত সমস্যায় ভুগছেন এমন শিশুদের বা ক্ষুধামন্দা দূর করার জন্য এর পাতা,ফল ও শেকড় খেয়ে থাকে।
● খাসিয়া উপজাতিরা ডায়রিয়ায় আক্রান্ত হলে বাচ্চাদের গাছের রস দুই ফোটা খেতে দেয়।
● মুরং উপজাতিরা জ্বর,রক্ত-আমাশয় ও ম‍্যালেরিয়া জ্বরে এর পাতার রস দুই চা চামচ করে সকালে এবং বিকালে সাত দিন খাওয়ানো হয়।
● নরসিংদী জেলায় গ‍্যাস্ট্রিক, আলসার রোগের চিকিৎসায় পাতার রস ব‍্যবহার করে।
● কুড়িগ্রাম জেলায় চোখে রক্ত জমাট বাঁধলে এর চিকিৎসায় পাতার রস দিনে দুইবার ব‍্যবহার করা হয়।
● বগুড়া জেলায় জ্বর,গনোরিয়া, মাথাব্যথা, জন্ডিস, ডায়াবেটিস, আমাশয়, কানব‍্যাথায় এর ব‍্যবহার হয়।
● টাঙ্গাইল জেলায় আমাশয় রোগে গুঁড়ের সাথে মিশিয়ে পাতার রস খাওয়া হয়।

মনে রাখবেন !

আমাদের যা কিছু দেয়, দু'হস্ত প্রসার করেই দেয়‍। হাজার বছরের সাধনায় অনেকেই তা সামনে নিয়ে আসেন মানবতার সেবায়,মানবতার কল‍্যাণে। তাই প্রাকৃতিক চিকিৎসাকে অগ্রাহ্য করার কোন সুযোগ নেই।
কাজেই আমাদের আরো মনোযোগী হতে হবে। এইসব ঔষধি গাছপালা সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ ডিসেম্বর ২০২২, ৪:৫২ অপরাহ্ণ ৪:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন
দ্বারা প্রকাশিত
বিডিভিউ২৪ ডেস্ক

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ