ক্যাটেগরীজ: উদ্ভিদ

মাটি ও পানি ছাড়া এয়ার প্ল্যান্ট বা বাতাস গাছ কীভাবে বেঁচে থাকে?

উদ্ভিদের জন্য মাটি কেন প্রয়োজন? অবশ্যই পুষ্টি উপাদানের জন্য। উদ্ভিদ তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রায় সবটাই মাটি থেকে নিয়ে থাকে। কিসের সাহায্যে এসব দ্রব্যাদি শোষণ করে? অবশ্যই মূলের সাহায্যে। অনেক ধরনের পরাশ্রয়ী উদ্ভিদ দেখা যায় যা অন্য একটা গাছের উপর হয়ে আছে। এরা পুষ্টি নিয়ে থাকে তার আশ্রয়দাতা গাছের কাছ থেকে মূলের মাধ্যমে, সাথে সাথে বাতাস থেকেও বেশ কিছু নিয়ে নিতে পারে।

অর্কিড

এয়ার প্ল্যান্ট বা বাতাস গাছ

এয়ার প্ল্যান্ট

এবার আসা যাক এয়ার প্ল্যান্ট বা বাতাস গাছ প্রসঙ্গে। ব্রোমেলিয়াস পরিবারের টিল্যান্ডসিয়া গণের প্রায় ৬৫০টি জাত বায়ু উদ্ভিদ নামে পরিচিত। এয়ার প্ল্যান্ট বা বাতাস গাছের মূল কিন্তু তার পুষ্টি দ্রব্য শোষণের জন্য নয়, মূলত কোন একটা বস্তুর সাথে আটকে থাকার জন্য। তাহলে কি বেঁচে থাকার জন্য এদের পুষ্টি দ্রব্যের প্রয়োজন নেই। অবশ্যই আছে। আর সেগুলো নিয়ে থাকে তার বিশেষভাবে তৈরি পাতার সাহায্যে।

এয়ার প্ল্যান্ট

একটু কাছাকাছি থেকে ছবি নিলেই দেখতে পাবেন ওদের পাতায় ছোট ছোট চুলের মতো গঠন, এগুলোর নাম ট্রাইকোম। ট্রাইকোমগুলোই মূলত বাতাস থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়ে নেয়। প্রাকৃতিকভাবে জন্মানো বায়ু উদ্ভিদগুলো এভাবেই বেঁচে থাকে। তাহলে বুঝতেই পারছি মাটির কোন প্রয়োজন পড়ছে না। আর পানি? বেঁচে থাকার জন্য অবশ্যই ওদেরও পানির প্রয়োজন। সচরাচর বাতাস থেকে পাওয়া জলীয় বাষ্প থেকেই পানির চাহিদা পূরণ করে ফেলে।

  • পর্যাপ্ত আলো যাতে পায় খেয়াল রাখতে হবে। ঘরের মধ্যে রাখলে জানালার কাছাকাছি রাখা প্রয়োজন।
  • মাটি ব্যবহারের কোন প্রয়োজন নেই। কাচের পাত্র কিংবা যে কোন পাত্রই ব্যবহার করা যায়, শামুকের খোলস পর্যন্ত ব্যবহার করেন অনেকে।
  • গাছের কন্ডিশন বুঝে কিছুদিন পর পর পানি স্প্রে করতে হবে। যদিও পরিবেশের আর্দ্রতা ৫০-৭০% এর মধ্যে থাকলে খুব একটা দরকার পড়ে না বললেই চলে।
  • সার দেয়ার প্রয়োজন হয় না। বাতাস থেকেই যাবতীয় চাহিদা মিটিয়ে ফেলে। অনেকেই মাসে একবার খুব সামান্য পরিমাণে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিতে পরামর্শ দেন।
শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩০ মে ২০২২, ১:২৫ অপরাহ্ণ ১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন
দ্বারা প্রকাশিত
বিডিভিউ২৪ ডেস্ক

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ