জাতীয়

৪৩ পণ্য নিষিদ্ধ করলো বিএসটিআই

পবিত্র রমজান মাসেও বাজারজুড়ে সয়লাব বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মেয়াদ উত্তীর্ণ এবং নিম্নমানের পণ্য। এর মধ্যে ৪৩টি পণ্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের এইসব পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি বাজার থেকে বিক্রিত মালামাল তুলে নিতে হবে।

যে ৪৩টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো- অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল, বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল, বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল, পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল, রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল, লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল, আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, অ্যাগ্রো লি. এর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (অ্যলো ভেরা), ড্যানিশ ফুডসের ড্যানিশ ব্র্যান্ডের ধনেগুঁড়া, ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (বিফ মাসালা), ড্যানিশ ফুডস লিমিটেডের ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (চিকেন মাসালা)।

বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ), আইডিয়াল অ্যাগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের কারি পাউডার, প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই, সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বারবিকিউ মাসালা), এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা), ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, শক্তি ব্র্যান্ডের সরিষার তেল, তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল, এস কে অ্যাগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল।

প্রমি ব্র্যান্ডের সরিষার তেল, রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অয়েল, লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অয়েল, গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা রিফাইন্ড সুগার, অটোগি কারি হট ব্র্যান্ডের কারি পাউডার, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, মতিউর ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, ছন্দা ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), জিএম ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল) এবং মতিউর ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১১ মে ২০২০, ৭:১২ অপরাহ্ণ ৭:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ