রাজনীতি

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী।
বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে, আওয়ামীলীগকে বাঁচাতে হলে আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীদের কে বাঁচাতে হবে।

২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন।

এর আগে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামীলীগের আয়োজনে আয়োজিত এ সম্মেলনের শুভ উদ্ধোধন ঘোষনা করেন, আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহ্জাহান মিয়া এমপি এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আলহাজ্জ্ব কাজী আলমগীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুর রহমান প্রাক্তন এমপি, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম সাবেক এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মি আহম্মেদ, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও সদস্য গোলাম রাব্বানী চিনু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ.স.ম ফিরোজ এমপি, মোঃ মহিব্বুর রহমান এমপি, অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এস.এম শাহাজাদা এমপি, পটুয়াখালী জেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্জ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়া।

এছাড়াও সম্মেলেনে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ, বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন সমূহের নানা স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২ ডিসেম্বর ২০১৯, ৭:০৯ অপরাহ্ণ ৭:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ