জাতীয়

২০২০ সালের হজ চুক্তি ১ ডিসেম্বর

আগামী বছর অর্থাৎ আসন্ন ২০২০ সালের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ চুক্তি আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের পক্ষ থেকে ১ ডিসেম্বর হজ চুক্তি করার প্রস্তাবনা দেয়া হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ’র সঙ্গে আলাপকালে বলেন, প্রয়োজনে হজ চুক্তির দিনক্ষণ বদল হতে পারে। আগামী ২-১দিনের মাধ্যমে সৌদি আরবের এ প্রস্তাব সৌদিআরবস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, হজ চুক্তির আগে আগামী বছরের হজ কার্যক্রম সম্পর্কে আগাম আলোচনা করতে ধর্ম প্রতিমন্ত্রী/ধর্মসচিবের নেতৃত্বে একটি দল সৌদি সফরের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ দূতাবাসের হজ কাউন্সিলর ও যুগ্ম সচিব মাকসুদুর রহমানের কাছে আজ (সোমবার) রাত ১০টায় হজ চুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, হজ চুক্তির সম্ভাব্য দিনক্ষণ ১ ডিসেম্বর। তবে ধর্ম প্রতিমন্ত্রীর সম্মতি সাপেক্ষে চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হবে।

তিনি জানান, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের পবিত্র হজ ১ আগস্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৫ জুন হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজ পালন করেন। হজ পালনের আগে ও পরে মোট ১১৭ জন হজযাত্রী ইন্তেকাল করেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১২ নভেম্বর ২০১৯, ১:৫৮ পূর্বাহ্ণ ১:৫৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ