জাতীয়

সোহেল তাজের ভাগ্নের প্রথম প্রশ্ন, বিশ্বকাপের কী খবর?

চট্টগ্রাম থেকে ‘নিখোঁজ’ হওয়ার ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছুক্ষণ পর তাকে বাসায় নিয়ে আসা হয়।

পরে সাংবাদিকদের তানজিম আহমদ সোহেল তাজ বলেন, সৌরভ খুবই দুর্বল। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাকে (সৌরভ) কি করা হয়েছে জানি না। কিন্তু তিনি নরমাল না। তাকে মানসিকভাবে কয়েক স্তরের টর্চার করেছে। সৌরভ বাসায় ফিরে তার প্রথম কথা ছিল বিশ্বকাপের খেলার কি খবর। অস্ট্রেলিয়ার ম্যাচটি দিয়ে তাকে হসপিটালে পাঠানো হবে।

এর আগে চট্টগ্রামে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহের তারাকান্দা ইউনিয়নের জামিল রাইস মিলের সামনে একটি গাড়ি থেকে সৌরভকে নামিয়ে দেয়া হয়। সৌরভকে ঢাকার বনানীতে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে।

ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সকালে এক ব্রিফিংয়ে বলেন, সৌরভ ভালো আছেন, বাহ্যিকভাবে কোনও সম্যসা তারা দেখেননি। খাবার খাইয়ে তাকে ঢাকার বনানীতে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৌরভ অপহরণের শিকার হন। সোহেল তাজ এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে পোস্ট দিয়ে ভাগনেকে ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন অপহরণকারীদের প্রতি। তবে সৌরভকে ওই সময় ফিরে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২০ জুন ২০১৯, ১:৪৯ অপরাহ্ণ ১:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ