রাজনীতি

ঘর থেকে বের হয়ে নিরাপদে ফেরার গ্যারান্টি নেই

ঘর থেকে বের হয়ে নিরাপদে ফেরার গ্যারান্টি নেই
দুঃশাসনে এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাটুকও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ি ফেরার সামান্যতম গ্যারান্টি নেই। চারিদিকে গুম, খুন, অপহরণ ও গ্রেফতারি আতঙ্কে দেশবাসী সর্বদা আতঙ্কিত।

শনিবার দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন মহাসচিব।

জাতীয়তাবাদী যুবদলের ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ পালন শেষে বাড়ি ফিরলে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি ও জেলা যুবদল নেতা মো. আকবরকে পুলিশ কর্তৃক গ্রেফতার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাসের বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন তিনি।

ফখরুল তার বিবৃতিতে বলেন, ‘মধ্যরাতের ভোটের সরকারের দুঃশাসনে এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাটুকও নেই। ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ি ফেরার সামান্যতম গ্যারান্টি নেই। চারিদিকে গুম, খুন, অপহরণ ও গ্রেফতারি আতঙ্কে দেশবাসী সর্বদা আতঙ্কিত।’

তিনি বলেন, ‘বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী দুঃশাসনের ভয়াবহতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিকহীন উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং গ্রেফতার করে কারান্তরীণ করা হচ্ছে। আজ (শনিবার) বান্দরবান জেলায় যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের দু’জন নেতাকে পুলিশ কর্তৃক গ্রেফতার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনা আওয়ামী জুলুমবাজ সরকারের নিষ্ঠুর শাসনেরই নিরবচ্ছিন্ন অংশ।’

বিএনপি মহাসচিব অবিলম্বে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি ও জেলা জাতীয়তাবাদী যুবদল নেতা মো. আকবর এর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ জুন ২০১৯, ৯:১৪ পূর্বাহ্ণ ৯:১৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ