সারাদেশ

আদালত থেকে দৌড়ে পালাল আসামি

নোয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গণের কারাগার থেকে হাতকড়াসহ পালিয়েছে শাহাব উদ্দিন সুজন (২৭) নামে মাদক মামলার এক আসামী।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে নেয়ার প্রস্তুতির সময় আসামি দৌড়ে পালিয়ে যায়।

সুজন সোনাইমুড়ি উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের নুর মোহাম্মদ কালামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সুজন সোনাইমুড়ি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সুজনকে মাদকসহ বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে তাকে জেলা জজ আদালতের জ্যৈষ্ঠ বিচারক উজমা শোকরানার আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় নোয়াখালী কারাগারের প্রিজনভ্যানে করে জেলখানায় নেওয়ার সময় কৌশলে এক হাতের হ্যান্ডকাফ খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সুজন। এসময় আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলেও ধরতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় আদালতের হাজতে ২০ জনেরও বেশি আসামি ছিল। তাদের পাহারায় ৫-৬ জন পুলিশ সদস্যও ছিল। সন্ধ্যায় আসামিদের কারাগারে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এমন সময় পুলিশ কিছু বুঝে ওঠার আগেই হাতকড়া পরিহিত অবস্থায় এক আসামি দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা জজ আদালতের পুলিশের কোর্ট পরিদর্শক নাজমুল হক বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া এ ঘটনায় কর্তব্যরত পুলিশের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৫ জুন ২০১৯, ৯:০৩ পূর্বাহ্ণ ৯:০৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ