বিনোদন

জার্মান মাতাবেন রফিকুল আলম ও আবিদা সুলতানা

বাংলা গানের নন্দিত দুই নাম রফিকুল আলম ও আবিদা সুলতানা। ব্যক্তি জীবনে তারা স্বামী স্ত্রী। দুজনে আলাদা করে ও দ্বৈতকণ্ঠে বহু জনপ্রিয় গান।

অনেকদিন নতুন গানে নেই তারা। খানিকটা নিরবে নিভৃতেই সময় কাটে তাদের। মাঝেমধ্যে দেখা মেলে বিভিন্ন অনুষ্ঠান ও স্টেজ শোতে। সেই ধারাবাহিকতা নিয়ে সম্প্রতি দুজন পাড়ি জমাতে চলেছেন ফুটবলের দেশ জার্মানে।

সেখানে আসছে ২৩ জুন একটি অনুষ্ঠানে গান করবেন তারা। এই তথ্য নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী রফিকুল আলম।

তিনি জানান, ইউরো বাংলা ই.ভির উদ্যোগে সর্বইউরোপ, বৃহত্তর জার্মান ও মিউনিখে বসবাসরত বাঙালি প্রবাসীদের সমন্বয়ে বিশাল আয়োজনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। এই আনন্দ মেলা শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায়। সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তার প্রধান আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন কন্ঠশিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা। এছাড়াও ইউরোপ, জার্মান ও মিউনিখের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের পরিবেশনায় থাকবে সংগীত, নৃত্য, কৌতুক ও শিশুদের জন্য খেলাধুলা প্রতিযোগিতা।

রফিকুল আলম বলেন, ‘প্রবাসীদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা সবসময়ই দারুণ। তারা দেশ ও স্বজন ছেড়ে দেশের কল্যাণে বিদেশে জীবন কাটিয়ে দেন। তাদের যে ত্যাগ সেটা সত্যি অসাধারণ। এমন মানুষগুলোকে বিনোদন দিতে পারার মধ্যে তৃপ্তি আছে।

আশা করছি ইউরোপের নানা প্রান্ত থেকে আসা প্রবাসী ও শিল্পীদের সঙ্গে খুব ভালো সময় কাটবে।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১২ জুন ২০১৯, ১:১২ অপরাহ্ণ ১:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ