খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে বড়সড় দুঃসংবাদ

বিশ্বকাপের ১৬তম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই ক্রিকেটীয় পরাশক্তি বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১১ জুন মঙ্গলবার ব্রিস্টলে অনুষ্ঠিতব্য ম্যাচটি দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই শ্রীলঙ্কা শিবিরে বড়সড় দুঃসংবাদ।

ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে দলটির ডানহাতি পেসার নুয়ান প্রদীপের। অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন নুয়ান। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না তার। রিপোর্ট দেখে এমনটাই নিশ্চিত করে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে লঙ্কানরা। এক জয়ের বিপরিতে এক পরাজয় ও এক ড্র ১৯৯৬ এর বিশ্ব চ্যাম্পিয়দের। এক মাত্র জয়টি আসে আফগানিস্তানের বিপক্ষে। আর সেই ম্যাচে ৩১ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের জয়ের নায়ক ছিলেন প্রদীপ। তাই তার ছিটকে পড়াটা দলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

রোববার (৯ জুন) প্র্যাকটিসের সময় নেটে কুশল পেরেরাকে বোলিং করছিলেন প্রদ্বীপ। তবে একটা বল খেলতে গিয়ে প্রদীপের মাথা বরাবর মারেন পেরেরা। সেই বলে নিজের মাথাকে বাঁচাতে গিয়ে হাত দিয়ে বল ঠেকান এই বোলার। কিন্তু শেষ পর্যন্ত আঘাত পাওয়া থেকে আর রেহাই পাননি তিনি।

প্রদীপের ইনজুরির নিয়ে শ্রীলঙ্কার টিম ম্যানেজার আসান্থা ডি মেল বলেন, ‘হাসপাতালে প্রদীপের চিকিৎসা করা হয়েছে। যেখানে ডাক্তাররা তার আঙুলের যথাযথ যত্ন নিয়েছে। তবে হাতে সেলাই পড়েছে তার। এন্টিবায়োটিকও নিতে হয়েছে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলা হবে না তার। অন্তত ১ সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দেন ডাক্তাররা।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১০ জুন ২০১৯, ৯:৫২ পূর্বাহ্ণ ৯:৫২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ