প্রবাস

সাকিবের লুঙ্গি পরা ছবি ভাইরাল

এশিয়া কাপে আঙুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ইনজুরি সমস্যার কারণে আপাতত দেশেই অবস্থান করছেন সাকিব। ইনজুরিতে থাকলেও একদম বসে নেই সাকিব। বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সাকিবের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সাকিব নেভি ব্লু স্যুটের সঙ্গে হলুদ-সাদা কালারের লুঙ্গি, পায়ে স্পঞ্জের স্যান্ডেল পড়ে একটি স্টুডিওতে দাঁড়িয়ে আছেন। কোন বিজ্ঞাপনের জন্য সাকিব এই ছবিটি তুলেছেন নাকি নিজেই এমনিতে কোন উদ্দেশ্য ছাড়াই ছবিটি তোলা সেটা এখনো জানা যায়নি।

সাকিবের নিজের অফিসিয়াল ফেসবুক পেজেই নিজের এই ছবি আপলোড করেন। আপলোড করার সঙ্গে সঙ্গে ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বাবার প্রার্থনায় জামিন পেলেন সেই ছেলে!

বাবাকে পেটানো সেই গুণধর ছেলের জামিনের জন্য আদালতের কাছে বাবাই আবার হাত জোড় করলেন। আর আদালত বাবার আর্জি শুনে, ছেলের জামিনও মঞ্জুর করেন।

বাবার আবেদনে জামিন পেয়ে ভুল স্বীকার করে সবার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন ছেলে। বললেন, ‘এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি অনেক বড় ভুল করেছি।’

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার অশোকনগরের প্রবীণ বাসিন্দা মানিক লাল বিশ্বাসকে তারই ছেলে প্রদীপ বিশ্বাস চড়থাপ্পড় মেরেছিলেন সম্প্রতি। ডায়াবেটিস আক্রান্ত মা- বন্ধনা বিশ্বাসকে লুকিয়ে মিষ্টি খাইয়েছিলেন তারই বৃদ্ধ স্বামী মানিক লাল বিশ্বাস।

আর সেই অপরাধে সরকারি চাকরীজীবী ছেলে প্রদীপ বিশ্বাস বাবাকে বেধড়ক প্রহার করেন। শুধু একদিনের ঘটনাই ছিল না ওই প্রহার। অনেক সময়ই ছোটখাটো বিষয়ে মারধর করা হতো মানিক লাল বিশ্বাসকে। তবে প্রতিবেশীদের কাছে ছেলের এই নির্যাতনের কোনো প্রমাণ ছিল না।

দশমীর পরদিন এক প্রতিবেশী প্রদীপ বিশ্বাসের হাতে তার বাবার আক্রান্ত হওয়ার দৃশ্য মোবাইলে ধারণ করেন। তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ওই ভিডিও। দুদিন ধরে সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়।

এরপরই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওই ছেলেকে প্রহার করতে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ততক্ষণে পুলিশ গিয়ে প্রদীপকে আটক করে। রাতে স্থানীয় আশোকনগর থানায় রাখা হয়।

বৃহস্পতিবার সকালে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার দেখিয়ে বারাসত মহকুমা আদালতে তোলে পুলিশ। কিন্তু আদালতে গিয়ে দেখা যায়, বাবা তার অভিযোগ প্রত্যাহার করেন এবং ছেলের মুক্তির জন্য বিচারকের সামনে হাতজোড় করে প্রার্থনা জানান।

বিচারকও সব শুনে প্রদীপ বিশ্বাসকে জামিন দেন।
জামিন পাওয়ার পর বাবাকে ধরে কেঁদে ফেলেন অভিযুক্ত ছেলে। প্রকাশ্যে ক্ষমা চান। এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে যান দুজন। গিয়ে একসঙ্গে বসে চা-মুড়ি খান।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ অক্টোবর ২০১৮, ১১:০৭ অপরাহ্ণ ১১:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ