খেলাধুলা

আগামীকাল লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়াম থাকবে সিলেটিদের দখলে

ব্রিটেনে প্রায় ৬ লাখ প্রবাসী বাংলাদেশির বাস। তাদের মধ্যে ৯৭ ভাগই সিলেটি। আসছে ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশের ১ম ম্যাচ শক্তিশালী সাউথ আফ্রিকার সাথে লন্ডনের ওভালে।

ইংল্যান্ডের সাপ্তাহিক ছুটি (২মে) রবিবারে অনুষ্ঠিত ম্যাচে সেখানে উপস্থিত হয়ে দেশকে সমর্থন জোগাতে প্রস্তুতি নিয়ে রেখেছেন সিলেটিরা। গ্যালারিতে টাইগারদের সমর্থন চান মাশরাফি বাহিনী।

ধারণা করা হচ্ছে ২৫ হাজার ৫শ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সেদিন পুরো মাঠ জুড়ে বাংলাদেশী দর্শক থাকবেন এমনটাই প্রত্যাশা সবার। আয়োজকরা ইতিমধ্যে জানিয়েছে ম্যাচের প্রায় সব টিকেট বিক্রি শেষ। লন্ডনে যেহেতু সাউথ আফ্রিকানদের তেমন বসবাস নেই। পুরোটাই জুড়ে থাকবে বাংলাদেশ।

মনে আছে এর আগে গত চ্যাম্পিয়ান্স ট্রফির বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে দর্শকদের কী পরিমাণ আগ্রহ ছিল— লন্ডনের ওভালে যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁরাই ভালোভাবে বুঝতে পেরেছেন। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের সাথে ম্যাচে পুরোটা স্টেডিয়াম ছিল বাংলাদেশিদের দখলে।

আসর শুরুর বেশ কিছুদিন আগেই এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। তারপরও দর্শকদের আগ্রহের কমতি ছিল না, ওভালের রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুধু কি তাই, কেউ কেউ স্টেডিয়ামের পাশে রাস্তায় নেচে-গেয়ে প্রিয় বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন। নিজের দেশকে সমর্থন জোগাতে এসে অনেকেই টিকেটের অভাবে মাঠে ঢুকতে পারেননি সেদিন, কিন্তু প্রিয় দলের সাফল্যে মাঠের বাইরে বসেই উদযাপন করেছিলেন। গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি এতোটাই ছিল যে দেখে মনে হবে যেন এক টুকরো বাংলাদেশ।

এবারো এর ব্যতিক্রম হবেনা। সদ্য আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ অনেক উপরে। মাঠে তামিম মুশফিক সাকিবদের সমর্থন জোগাতে উপস্থিত হবেন বাংলাদেশিরা মানে সিলেটিরা।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১ জুন ২০১৯, ৯:৫০ অপরাহ্ণ ৯:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ