খেলাধুলা

তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে ঠাঁই পেলেন যারা

আর মাত্র দুদিন বাকি। এর পরই ব্রিটিশ মুলুকে বেজে উঠবে বিশ্বকাপের ঘণ্টা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এখন প্রস্তুতি পর্ব সারছেন টাইগাররা। এরই মাঝে সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

এ একাদশে সর্বোচ্চ চারজন ঠাঁই পেয়েছেন ভারত থেকে। দুজন করে আছেন পাকিস্তান-অস্ট্রেলিয়া থেকে। একজন করে রয়েছেন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে। তবে নেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কেউ।

তামিমের বিশ্বকাপ একাদশে ওপেনার শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগ। ওয়ানডাউনে নামবেন বিরাট কোহলি। এর পর মিডলঅর্ডার সামলাবেন রিকি পন্টিং।

পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন জ্যাকস ক্যালিস। ইনিংসের মাঝামাঝি নামবেন তিনি। স্পিন অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন সাকিব আল হাসান। তিনি ব্যাট করবেন ছয়ে। দলটির অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্বের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। সাতে নেমে ব্যাটিংয়ে ফিনিশারের কাজটিও করবেন মাহি।

বাংলাদেশ ওপেনারের পেস আক্রমণে নেতৃত্ব দেবে ওয়াসিম আকরাম। তাকে সমর্থন দেবেন শোয়েব আখতার ও গ্লেন ম্যাকগ্রা। দলটিতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন মুত্তিয়া মুরালিধরন।

একনজরে ব্যাটিং ক্রমানুসারে তামিমের সবসময়ের সেরা বিশ্বকাপ একাদশ:

শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), জ্যাকস ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক-উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম, শোয়েব আখতার (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ও মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা)।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৭ মে ২০১৯, ১:১১ অপরাহ্ণ ১:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ