আন্তর্জাতিক

মোদির রাজ্যে ভয়াবহ আগুন, নিহত ১৯

ভারতের গুজরাট রাজ্যে ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে রাজ্যের সুরাটের একটি ভবনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম কলকাতা ২৪ এর খবরে বলা হয়, দাউদাউ করে জ্বলছে তিনতলার ওপরের ক্লাসরুমটা৷ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে পড়ুয়ারা৷ কলকাতার স্টিফেন কোর্টের আতংক ফিরে এল গুজরাতের সুরাটে৷ ওপর থেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেয় অনেক পড়ুয়া৷ ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে৷ বহু পড়ুয়া গুরুতর আহত হয়েছে৷

সুরাটের সারথানা এলাকার একটি কোচিং সেন্টারে শুক্রবার দুপুরে আগুন লাগে৷ বহুতলের তৃতীয় তলের কোচিং সেন্টারটি ছিল৷ সেখান থেকে প্রাণভয়ে ঝাঁপ দেয় পড়ুয়ারা৷ স্থানীয় এক সাংবাদিক সেই ভয়াবহ ভিডিও পোস্ট করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে জানলা দিয়ে ঝাঁপ দিচ্ছে পড়ুয়ারা৷

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই বহুতলটি খালি করে দেওয়া হয়েছে৷ কেউ আটকে নেই সেখানে৷ আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ আগুন নেভানোর কাজ করছেন দমকল আধিকারিকরা৷ ১৮টি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে৷

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে লোকসভার ক্যাবিনেটের শেষ বৈঠক করেছেন তিনি। তার ফাকেই এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন তিনি। মোদি গুজরাট সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৪ মে ২০১৯, ৮:২৬ অপরাহ্ণ ৮:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ