সোশ্যাল মিডিয়া

যে আসনে মনোনয়নের লড়াইয়ে বাবার প্রতিদ্বন্দ্বী মেয়ে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে (বড়াইগ্রাম-গুরুদাসপুর) মনোনয়নের লড়াইয়ে বর্তমান সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তার মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি।

এ আসন থেকে নির্বাচন করতে এবার বাবা-মেয়েসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নয়জন, বিএনপির সাতজন, জাতীয় পার্টির দু’জন এবং জাসদের একজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদ দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, নাটোর-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, তার মেয়ে কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গুরুদাসপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সরকার, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, রাকসুর সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা এবং বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু।

উপজেলা বিএনপি সূত্র জানায়, বিএনপির মনোনয়ন কিনেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, দলীয় সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের, কেন্দ্রীয় ধর্মবিয়ক সহসম্পাদক অ্যাডভোকেট জন গমেজ এবং নোমানুর রশিদ।

অপরদিকে, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কাশেম সরকার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মৃধা এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম রনি পারভেজ আলম মনোনয়ন পত্র কিনেছেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৮ নভেম্বর ২০১৮, ৫:৪১ পূর্বাহ্ণ ৫:৪১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ