ভারত

কলকাতায় মমতাকে ছাড়িয়ে গেলেন মোদি

মমতার শহর কলকাতায় তাকে ছাড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুগলের এক পরিসংখ্যান বলছে, ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টারও বেশি বাকি নেই। দিল্লির মসনদ কার দখলে থাকবে তার উত্তর জানতে উদগ্রীব পুরো দেশের মানুষ।

বুথ ফেরত জরিপের ফলাফলের পর থেকে আগ্রহ, দাবি, পাল্টা দাবির পারদ ক্রমেই বাড়ছে। একাধিক তথ্য আর পরিসংখ্যান ঘিরে বিভিন্ন তত্ত্বও উঠে আসছে।

এরই মধ্যেই গুগলের তরফ থেকে একাধিক পরিসংখ্যান ও তথ্য তুলে ধরা হয়েছে। এতে মমতা বনাম মোদির গুগল-সার্চ জায়গা করে নিয়েছে।

গুগল সার্চে মোদি বনাম মমতার লড়াই নিয়ে কলকাতার প্রেক্ষাপটে চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছে। গুগল জানিয়েছে, কোন শহরে কোন রাজনীতিবিদকে ঘিরে সার্চ বেশি উঠে এসেছে। সেক্ষেত্রে কলকাতা রীতিমত তাক লাগিয়ে দিয়েছে।

কলকাতায় গুগল সার্চের ক্ষেত্রে দেখা গেছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গুগলে মোদিকে নিয়ে সার্চ করেছেন। এই সার্চের হার ৬৭ শতাংশ। মমতার শহর কলকাতায় কার্যত মমতাকেই এই নিরিখে পেছনে ফেলে দিয়েছেন মোদি।

পরিসংখ্যানে দেখা গেছে, কলকাতায় মমতাকে নিয়ে গুগল সার্চ হয়েছে মাত্র ২৩ শতাংশ। এরপরেই রয়েছেন রাহুল গান্ধী। রাহুলকে নিয়ে গুগল সার্চ হয়েছে ১০ শতাংশ। এমনই দাবি একটি ভারতীয় সংবাদমাধ্যমের।

রাহুল গান্ধীকে নিয়ে কেরালার দুটি শহর থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে বলে জানানো হয়েছে। কেরালার কোঝিকোড ও তিরুবননন্তপুরম থেকে গুগলে সবচেয়ে বেশি সার্চ এসেছে রাহুল গান্ধীর জন্য। ধারণা করা হচ্ছে, কেরালার ওয়ানাদ কেন্দ্র থেকে রাহুল গান্ধী ভোটে লড়ছেন বলে গুগল ট্রেন্ডে এমন তথ্য উঠে আসছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২২ মে ২০১৯, ২:২১ অপরাহ্ণ ২:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ