টেক

ওটা মূর্তি না, আমাদের কবর!

বিশ্বের সর্বোচ্চ মূর্তি তৈরি হচ্ছে গুজরাটের নর্মদা জেলার ছোট্ট একটি দ্বীপে। এই দ্বীপে তৈরি করা এই মূর্তিটি স্ট্যাচু অফ লিবার্টির প্রায় দ্বিগুণ। এটির নাম স্ট্যাচু অফ ইউনিটি বা ঐক্যের মূর্তি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের একটি বিশাল মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করে এই মূর্তি তৈরির বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় আদিবাসী ও কৃষকদের একটা অংশ। তারা বলছেন, ফসলের দাম পাওয়া যাচ্ছে না, চাষের জল নেই অথচ বিপুল অর্থ খরচ করে এই মূর্তি বানানো হল। এ মূর্তি নিয়ে এক কৃষকের ক্ষোভ, ‘বল্লভভাই পটেলের মূর্তি বানিয়ে আদিবাসীদের জন্য কবর খোঁড়া হয়েছে। আগামী নির্বাচনে শুধু গুজরাট নয় দেশের সমস্ত আদিবাসী গোষ্ঠী এর জবাব দেবে।’

নরেন্দ্র মোদির বহুল বিজ্ঞাপিত এ মূর্তি নির্মাণের প্রেক্ষিতে নর্মদা জেলার আদিবাসী গ্রামগুলো এখনও ক্ষোভে ফুঁসে উঠেছে। স্থানীয় জনপ্রতনিধি বাহাদুর ভাসাভাও বলছেন, ‘প্রথম এ রকম একটা সুযোগ এসেছে আদিবাসীদের একজোট হওয়ার। গুজরাট তো বটেই, মধ্যপ্রদেশ, রাজস্থান যেখানে যত আদিবাসী গ্রাম রয়েছে, সেখান থেকে বিজেপির সব ধ্যানধারণাকে আমরা নির্মূল করে দেব। এই ঘটনাটি দেশলাইয়ের কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় নেমে বিক্ষোভ করার সর্বাত্মক পরিকল্পনা শুরু করেছি আমরা। সর্বোত্র আমাদের জমি ধ্বংস করে মোদি সরকার প্রকল্প করছে, বাঁধ দিচ্ছে, নদী সংযোগ করছে, ‘আদিবাসী বাঁচাও’য়ের নাম করে সেখানে গিয়ে আমরা আন্দোলন করব।’

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি যখন স্ট্যাচু অফ ইউনিটি নামের এই মূর্তির উদ্বোধন করছেন, তখন ওই এলকার ৭৩টি গ্রাম পালন করেছে বিক্ষোভ পালন করেছে। কালো বেলুন উড়িয়ে, টায়ার পুড়িয়ে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা।

তাদের অভিযোগ একাধিক বাঁধ নির্মাণের জন্য যে সব গ্রামবাসীকে উৎখাত করা হয়েছে, তাদেরকে ঠিক মতো পুনর্বাসন করা হয়নি। কেউ কোনো জমি পাননি। এছাড়া যারা পেয়েছেন, তাদেরও অনেকেরই জুটেছে অনুর্বর জমি।

অন্যদিকে প্রশ্ন উঠেছে যে সর্দার প্যাটেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করেছিলেন গান্ধী হত্যার অভিযোগে, যিনি এই সংগঠনের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর অভিযোগ করেছিলেন। তারই বিশালাকার মূর্তি কেন বানালেন আর এস এস থেকেই বিজেপিতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩ নভেম্বর ২০১৮, ১০:০১ পূর্বাহ্ণ ১০:০১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ