সারাদেশ

বিনা মূল্যে ধান কেটে দিচ্ছেন স্কাউট সদস্যরা

ময়মনসিংহে ফুলপুরে দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়ে সহায়তা করছেন ফুলপুরের হেলডস ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা। প্রথম দিনে ক্যান্সার আক্রান্ত এক কৃষকের ৮০ শতক জমির ধান কেটে দিয়েছেন তারা।

তালিকা ধরে চলতি মৌসুমে ২৫ জন দরিদ্র কৃষকের ধান কেটে দেবেন বলে জানিয়েছেন এই স্বেচ্ছাসেবীরা। স্কাউটদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা।

ময়মনসিংহের ফুলপুরের গুমগাও গ্রামের ক্যান্সার আক্রান্ত দরিদ্র কৃষক আবু বকর খান। আশি শতক জমিতে ধান আবাদ করে টাকার অভাবে ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় পড়েন।

তীব্র শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে ময়মনসিংহ অঞ্চলে তার মতো অনেক দরিদ্র কৃষক স্বপ্নের ধান ঘরে তোলা নিয়ে পড়েছেন বিপাকে। সে সাথে বাজারে ধানের দাম একেবারে কম থাকায় ত্রাহি অবস্থা তাদের।

ফসল নিয়ে বিপাকে পড়া দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে ফুলপুরের হেলডস ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা। স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকদের সহায়তা করছে তারা।

প্রথম দিনে কেটে দিয়েছেন অসুস্থ কৃষক আবু বকরের প্রায় ৮০ শতক জমির ধান। কৃষকদের পাশে দাঁড়াতে পেরে দারুণ খুশি জীবনে প্রথমবারের মতো ধান কাটতে নামা শিক্ষার্থীরা।

স্কাউট সদস্যদের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, ‘কৃষকদের ফসল ঘরে তোলার বিড়ম্বনা দূর করতে “খামার যান্ত্রিকীকরণ” প্রকল্পের মাধ্যমে ৫০ ভাগ ভর্তুকি দিয়ে চাষি পর্যায়ে ধান কাটার যন্ত্র দেয়া হচ্ছে।’

ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌’তাদেরকে কিভাবে সহায়তা প্রদান করা যায় সে ব্যাপারে আমরা সামনে পরিকল্পনা করবো।’

ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, ‘এই ধরণের সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে এমনভাবে তবে এটা দারুণ উদ্যোগ হবে।’ ময়মনসিংহ জেলায় এবার বোরো মৌসুমে ২ লাখ ৬২ হাজার হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৬০ ভাগ ধান কাটা হয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৫ মে ২০১৯, ১:১৯ পূর্বাহ্ণ ১:১৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ