চাকরি ছেড়ে বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবনযাপন

চট্টগ্রামের লোহাগাড়ায় মানবেতর জীবনযাপন করছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র লাল দেবনাথ। বঙ্গবন্ধু হত্যার পর ক্ষোভে অভিমানে ঘাতক সরকারে অধীনে রেলওয়ের চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের দু’বেলার বার জোগাতে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই মুক্তিযোদ্ধা।

স্বাধীনতা সংগ্রামে জীবনের মায়া ত্যাগ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনাতে অস্ত্র ধরে ছিলেন চট্টগ্রামে লোহাগড়ার ব্রজেন্দ্র লাল দেবনাথ। ১নং সেক্টরে রফিকুল ইসলাম বীর উত্তম এর অধীনে সম্মুখযুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধকালীন সময়ে তার অপারেশনাল কোড নেম ছিল ক্যাপ্টেন করিম। বর্তমানে চা বিক্রি করে পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করেন এই মুক্তিযোদ্ধা। নেই কোন চাষের জমি, বাপ-দাদার ভিটে মাথা গোঁজার ঠাই জরাজীর্ণ বাড়ি।

ব্রজেন্দ্র লাল জানান, রেলওয়েতে জাতির জনক বঙ্গবন্ধুর দেওয়া সরকারি চাকরি ছিল তার। ৭৫’এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ঘাতক সরকারের অধীনে চাকরি ছেড়ে দেন। কখনো ঝালমুড়ি বিক্রি করেও পরিবারের ভরণপোষণ করতে হয়েছে। পরে নিজের ছেলেকে মাধ্যমিক পাস করলেও, ঘুষ দিতে না পারায় কোন চাকরি হয়নি। স্থানীয়রা বলছেন, বীর এই মুক্তিযোদ্ধা পরিবারে একটু মাথা গোঁজার ঠায়, ও কর্মসংস্থান জুটলে তারা পেতো বেঁচে থাকার অনুপ্রেরণা। মানবিক বিবেচনায় ব্রজেন্দ্র লাল দেবনাথে জন্য সরকারি সহায়তা চান সহযোদ্ধারা।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৬ অপরাহ্ণ ১১:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ