জাতীয়

মে মাসেই তিনটি তাপপ্রবাহ, গরম বাড়বে আরও

মে মাসেই একটি তীব্র ও দুইটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা। সেই সঙ্গে রয়েছে, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (>৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্য অংশে ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) কিংবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাস বলছে, ফরিদপুর, গোপালগঞ্জ, কুতুবদিয়া, রাজশাহী, পাবনা ও দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বুধবার (৮ মে) তা অব্যাহত থাকবে। পাশের জেলাগুলোতে বিস্তার লাভ করার সম্ভাবনাও রয়েছে। সারাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যাবে। এদিন সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এছাড়া দেশের অন্য অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সিলেটে ৩১ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের পরিচালক এবং বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মাসেই বঙ্গোপসাগরে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই-তিন দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) ও দেশের অংশে তিন-চার দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, মে মাসে নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে। তবে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রধান নদ-নদীর পানি সমতল দ্রুত বেড়ে গেছে। ফলে কোথাও কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

যেমন ছিল এপ্রিল: এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২০ দশমিক ৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে রংপুর ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ু প্রবাহের সংযোগ এবং বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের যোগান বেড়ে যাওয়ায় ১, ২-৪, ৬-১০, ১৩, ১৫-১৬, ২১ এবং ২৮-২৯ এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যায়। কোথাও কোথাও ছিল বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হয়। ২৯ এপ্রিল রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারে এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৮ মে ২০১৯, ৬:২২ পূর্বাহ্ণ ৬:২২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ