আইন-আদালত

সুপ্রিম কোর্টে মামলার ফাইল রাখার জায়গা নেই: প্রধান বিচারপতি

মামলাজট নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বর্তমানে এত মামলা যে ফাইল রাখার মতো পর্যন্ত জায়গা নেই। এক কথায় ত্রিক্রটিক্যাল অবস্থা, এভাবে চলতে পারে না।’

আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি রোববার এই মন্তব্য করেন। এ সময় ওই মামলার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অন্য পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

গত শনিবারও সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে মামলাজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি মামলাজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগামী এক মাসের মধ্যে উচ্চ আদালতের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান।

এরই ধারাবাহিকতায় ওই প্রতিবেদন উল্লেখ করে প্রধান বিচারপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের মামলার নিরীক্ষা প্রতিবেদন দেখে আমি প্রায় বিব্রত। এত মামলা! এভাবে চলতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে নিয়ে বসব।

সবাইকে বলব যে, এ অবস্থায় কী করবেন আপনারা দেখেন।’ বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় সোয়া পাঁচ লাখ মামলা বিচারাধীন। এ ছাড়া দেশের অধস্তন আদালতেও প্রায় ২৯ লাখ মামলা রয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৯ এপ্রিল ২০১৯, ৯:৩৪ পূর্বাহ্ণ ৯:৩৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ