চাকরি

কেন ঐক্যফ্রন্ট থেকে লড়বেন সাবেক আ’লীগ মন্ত্রীর ছেলে?

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ‘শেষ মুহূর্তের চমক’ হিসেবে আবির্ভূত হলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি ঐক্যফ্রন্ট থেকে ওই আসনে নির্বাচন করতে চান। আর এ লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।

তাঁর বাবা আওয়ামী লীগের উপদেষ্টা এবং অর্থমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি কেন ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন—এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, ‘দেখুন আমার বাবা পার্টির সেবা করেননি। তিনি দেশের সেবা করেছেন। দেশের জন্য কাজ করেছেন। যদিও আমার বাবার নেতৃত্বেই আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা হয়েছিল। আমারও চিন্তা দেশ ও এলাকার উন্নয়ন। আর যে দল ১০ বছর ক্ষমতায় থেকে আমার বাবার হত্যার বিচার করেনি; হত্যাকারীদের খুঁজে বের করেনি, সেই দলের প্রতি কেন আমার আনুগত্য থাকবে।

যদি ১০ বছরে তারা বিচার করতে পারত, তাহলে আমার কৃতজ্ঞতা থাকত। বাংলাদেশের মানুষের শিক্ষার অভাব থাকতে পারে; কারণ তারা নিপীড়িত। কিন্তু তারা বোকা নয়। কেন কিবরিয়া হত্যার বিচার হচ্ছে না, তা তারা নিশ্চয় আন্দাজ করতে পারে।’ রেজা কিবরিয়া আরও বলেন, ‘দেশ পরিচালনার বিষয়ে আওয়ামী লীগের যে নীতি, তা আমার পছন্দ নয়। তাদের নীতির সঙ্গে আমার নীতির মিল নেই। এভাবে দেশ পরিচালনা সঠিক নয় বলেই আমি তাদের সঙ্গে নেই।’

হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত মিয়া। এবারও তিনি শক্তিশালী প্রার্থী। তাঁর জায়গায় ঐক্যফ্রন্টের মনোনয়ন মিলবে কি না—এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, ‘শেখ সুজাত মিয়া ভালো মানুষ। তিনিও এলাকার উন্নয়ন চান। তাই তিনি আমাকে সমর্থন করবেন এবং আমার জন্য কাজ করবেন। শুধু এমপি হিসেবে নয়; আরও অনেক দায়িত্ব আছে। সুজাত মিয়ার অবশ্যই মূল্যায়ন হবে।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৭ নভেম্বর ২০১৮, ৯:২৩ অপরাহ্ণ ৯:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ