চাকরি

তিন আসনে নির্বাচন করতে চান এরশাদ

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭, রংপুর-৪ এবং সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এই তিন আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে এই তিন আসনের ফরম তুলে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এরশাদ।

মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের ফরম কেনার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই ফরম কিনুন। হাজার হাজার ফরম কিনুন। যেন দেখাতে পারি আমাদের পর্যাপ্ত প্রার্থী আছে।’ তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। জাতীয় পার্টি অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে অগ্রসর হয়েছে।’

এরশাদ আরও বলেন, ‘যে যাত্রা শুরু হলো। সে যাত্রা শেষ হবে যেদিন আমরা নির্বাচনে জয়ী হবো। আমি আপনাদের পূর্ণ সহোযেগীতা চাই। সকল কর্মীর পূর্ণ সহোযেগীতা চাই। আমরা যদি সবাই একই সঙ্গে লড়াই করি, তাহলে এই লড়াইয়ে আমরা জিতবোই জিতবো।’ এরশাদের স্ত্রী ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদও এদিন ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ ও জনগণের সেবার সুযোগ চাই আমরা। নির্বাচনে জয়ী হয়ে উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অবদান রাখব।’

এদিন জাতীয় পার্টির পক্ষে নিজ নিজ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মহাসচিব এ. বি. এম. রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জিয়াউদ্দিন বাবলু, ফয়সল চিশতী প্রমুখ। লালমনিরহাট-৪ আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জি এম কাদের। পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ এবং পটুয়াখালী-৪ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১১ নভেম্বর ২০১৮, ৬:২৩ অপরাহ্ণ ৬:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ